ভোপাল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে হিংসাত্ম ও কুরুচিকর মন্তব্য করতে শোনা গিয়েছে মধ্য প্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া (Raja Pateria)। ‘প্রধানমন্ত্রীকে হত্যা করা’র এই হিংসাত্মক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। এদিকে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতার এহেন কুরুচিকর ও হিংসা মন্তব্য নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেফতারের দাবিও তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই বিতর্কিত ভিডিয়ো নিয়ে হইচই শুরু হওয়ার পরেই মঙ্গলবার সকালে গ্রেফতার করা হল কংগ্রেস নেতাকে।
সোমবার থেকেই শুরু হয়েছিল বিতর্ক। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা’র মন্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, মধ্য প্রদেশের পান্না জেলার পাওয়াই শহরে এক জনসভায় বক্তৃতা রাখছিলেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজা পাতেরিয়া। সেই সময় সেখানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা’র মতো হিংসাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন। ভিডিয়োতে শোনা যাচ্ছে তিনি বলছেন, ‘মোদী নির্বাচন প্রক্রিয়া শেষ করবেন। জাত, ধর্ম, ভাষার ভিত্তিতে মোদী বিভাজন করবেন। দলিত আদিবাসী এবং সংখ্যালঘুদের জীবন বিপদের মধ্যে রয়েছে। যদি সংবিধান বাঁচাতে চাও তাহলে মোদীকে হত্যা করার জন্য প্রস্তুত হও।’
আর হু হু করে এই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়ো ভাইরাল হতেই রাজা পাতেরিয়ার গ্রেফতারের দাবিতে সরব হয় বিজেপি। তাঁর বিরুদ্ধে থানায় এফআইআৎ দায়ের করেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে নিজের বক্তব্য নিয়ে এত বিতর্কের সূত্রপাতের পরও পাতেরিয়া জানান, তিনি প্রধানমন্ত্রীকে হত্যা করার কথা বলেননি। ‘মার্ডার’ বলতে তিনি তাঁকে ভোটে পরাজিত করার কথা বলেছেন। এদিকে গতকাল বিকেলেই পান্নার পাওয়াই পুলিশ স্টেশনে পাতেরিয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। আর আজ সকাল সকাল তাঁকে গ্রেফতার করা হল।