Randeep Surjewala: ‘৭০,০০০ চাকরি উটের মুখে জিরা,’রোজগার মেলায় ৭৫ হাজারের নিয়োগকে কটাক্ষ সুরজেওয়ালার

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 22, 2022 | 7:39 PM

Randeep Surjewala: শনিবার রোজগার মেলার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই এই নিয়ে তোপ দাগেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্

Randeep Surjewala: ৭০,০০০ চাকরি উটের মুখে জিরা,রোজগার মেলায় ৭৫ হাজারের নিয়োগকে কটাক্ষ সুরজেওয়ালার
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: শনিবার ভার্চুয়ালি ‘রোজগার মেলার’ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এই ‘রোজগার মেলায়’ দেশের ৭৫ হাজার যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবার এই নিয়োগ নিয়ে কংগ্রেসের সমালোচনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের তোপ, এই প্রক্রিয়াটা অনেকটা ‘উটের মুখে জিরা’-র মতো। অর্থাৎ, যা প্রয়োজন সেই তুলনায় অপেক্ষকৃত কম চাকরিই দেওয়া হচ্ছে। কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা জানিয়েছেন, অন্তত প্রধানমন্ত্রী মোদী স্বীকার করেছেন এখন বেকারত্ব একটা বড় সমস্যা। তিনি আরও বলেছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার এটাই প্রথম সাফল্য। কারণ দীর্ঘদিন ধরে তিনি বেকারত্ব নিয়ে আওয়াজ তুলে গিয়েছেন।

এদিন কংগ্রেস নেতা ভিডিয়ো বিবৃতিতে বলেছেন, ‘কিন্তু মোদীজি আপনি প্রতি বছর দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসেব অনুযায়ী বছরে ৮ বছরে ১৬ কোটি চাকরি হয়। আপনি আমাদের তারিখ এবং সময় বলুন যেদিন আপনি ৩০ লক্ষ শূন্য সরকারি পদ পূরণ করবেন। ৭০ লক্ষ চাকরিতে হবে না। তরুণরা কর্মসংস্থান চায়। রাহুল গান্ধী তাদের প্রশ্ন তুলতেই
থাকবেন।’

এদিন রোজগার মেলার সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন গত ৮ বছরে কেন্দ্রীয় সরকার কর্মসংস্থান ও স্বনির্ভর ক্ষেত্রে নিয়োগের কথা বলেন। তিনি এদিন বলেছেন, ‘এইবার আমরা একসঙ্গে নিয়োগপত্র দিচ্ছি যাতে বিভাগগুলিও সময়বদ্ধভাবে কাজ করে। স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখে আমরা এবার ৭৫ হাজার নিয়োগপত্র দেব। আগামী মাসগুলোতে আমরা আরও লক্ষ লক্ষ যুবককে বিভিন্ন সময়ে নিয়োগপত্র দেব। কিছু কেন্দ্রশাসিত অঞ্চল এবং এনডিএ-বিজেপি শাসিত রাজ্যগুলিও নিয়োগপত্র হস্তান্তরের জন্য এই জাতীয় মেলা করতে চলেছে।’

তিনি এদিন আরও বলেছেন, ‘আমরা দেখেছি ৮ বছর আগে সরকার কীভাবে কাজ করত। ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যেতে কতটা সময় লাগত তা জানি।’ তাঁর কথায়, ‘আগে সরকারি চাকরির জন্য আবেদন করাই একটা বড় কাজ ছিল। আপনাদের অনেকগুলি শংসাপত্র ও অনুমোদনের প্রয়োজন হত। কিন্তু আমরা সেলফ অ্যাটেসটেশন শুরু করেছি। কেন্দ্রীয় সরকারে চাকরির ক্ষেত্রে গ্রুপ সি ও গ্রুপ ডি তে নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া নেই।’

Next Article