নয়া দিল্লি: রাষ্ট্রপতিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে কংগ্রেস। বুধবার লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতির জায়গায় দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপত্নী বলে উল্লেখ করেন। এরপরই বিতর্ক শুরু হয়। এদিন সংসদ অধিবেশন শুরু হতেই শাসক দলের সাংসদরা অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর ক্ষমা প্রার্থনা করার দাবিতে সরব হন। একদিকে অধীর চৌধুরী জানান, মুখ ফসকে তিনি ওই মন্তব্য করেছেন। অন্যদিকে, বিক্ষোভের মুখে পড়ে কংগ্রেস নেত্রীও জানান যে, অধীর চৌধুরী আগেই ক্ষমা চেয়েছেন। দলের শীর্ষনেতাদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তিনি। লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও মল্লিকার্জুন খাড়গেকেও সিপিপি অফিসে ডাকা হয়েছে বৈঠকে যোগ দেওয়ার জন্য।
এদিন সংসদে অধিবেশন শুরু হতেই লোকসভায় কংগ্রেস সাংসদের মন্তব্যের সমালোচনা করে প্রতিবাদে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকেই নিশানা করে বলেন, “সনিয়া গান্ধী, আপনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা একজন মহিলাকে অপমান করার অনুমতি দিয়েছেন। আপনাকে ক্ষমা চাইতেই হবে।” বিজেপি সাংসদদের বিক্ষোভের মাঝেই কংগ্রেস সভাপতিকে উঠে এক বিজেপি সাংসদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেও দেখা যায়। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মাঝে বাধা দিলে, তিনি কঠোর স্বরে বলেন, “আমার সঙ্গে কথা বলবে না”।
#WATCH | “He has already apologised,” says Congress interim president Sonia Gandhi on party’s Adhir Chowdhury’s ‘Rashtrapatni’ remark against President Droupadi Murmu pic.twitter.com/YHeBkIPe9a
— ANI (@ANI) July 28, 2022
বিক্ষোভের জেরে সংসদ মুলতুবি হয়ে যেতেই লোকসভা ছেড়ে বেরিয়ে আসেন সনিয়া গান্ধী। বিতর্কিত মন্তব্যের জন্য় অধীর রঞ্জন চৌধুরী ক্ষমা চাইবেন কি না, জানতে চাওয়া হলে তিনি কিছুটা কঠোর স্বরেই বলেন, “উনি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন”। জানা গিয়েছে, কংগ্রেস নেত্রী শীর্ষনেতাদের নিয়ে জরুরিভিত্তিতে বৈঠকের ডাক দিয়েছেন। অধীর চৌধুরীও এই বৈঠকে উপস্থিত থাকবেন।
Leader of Congress Party in Lok Sabha Adhir Ranjan Chowdhary has requested Lok Sabha Speaker to give him a chance to speak on the floor of the house on the allegations made against him for his statement, he has given a letter on this as well.
(File Pic) pic.twitter.com/0ISb72u1Fi— ANI (@ANI) July 28, 2022
#WATCH | “There is no question of apologising. I had mistakenly said ‘Rashtrapatni’…the ruling party in a deliberate design trying to make mountain out of a molehill,” says Congress MP Adhir R Chowdhury on his ‘Rashtrapatni’ remark against President Murmu pic.twitter.com/suZ5aoR59u
— ANI (@ANI) July 28, 2022