Sushmita Deb: ‘ঘরে ফিরে আসুন’, রাজ্যসভায় টিকিট না পাওয়া সুস্মিতার জন্য দরজা খুলে দিল কংগ্রেস
Congress-TMC: এবার দোলা, ডেরেকদের রাজ্যসভায় পুনরায় পাঠানো হলেও সুস্মিতাকে আর পাঠাচ্ছে না তৃণমূল। আর সেই ইস্যুটিকে এবার হাতিয়ার করতে চাইছে কংগ্রেস। সুস্মিতারা রাজ্যসভার টিকিট না পাওয়ার ইস্যুকে উত্তর পূর্বে সেন্টিমেন্ট করে বার্তা দিতে চাইলেন সুদীপ দেব বর্মণরা।
নয়া দিল্লি: পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি। অবিজেপি শক্তিগুলিকে এক ছাতার তলায় আনতে ব্যস্ত রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলিতে কংগ্রেসের ভিন্ন সুর। লোকসভা ভোটে ‘একলা চলো’ নীতিতেই এগোতে চাইছেন কংগ্রেসের অসম, ত্রিপুরা, মেঘালয়ের নেতারা। উত্তর পূর্বের কংগ্রেস নেতাদের স্পষ্ট বার্তা, তৃণমূলের সঙ্গে কোনও গাটঁছড়া নয়। শুধু তৃণমূলই নয়, কোনও দলের সঙ্গেই জোট চাইছেন না কংগ্রেসের উত্তর পূর্বের নেতারা। একইসঙ্গে উত্তরপূর্বের যে কংগ্রেস নেতারা ঘাসফুলে গিয়েছেন, যেমন সুস্মিতা দেব, রিপুন বোরা… তাঁদের উদ্দেশেও ঘর ওয়াপসির দরজা খুলে রাখল কংগ্রেস শিবির।
উল্লেখ্য, শনিবার উত্তর পূর্বের রাজ্যগুলির কংগ্রেস নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠকে বলেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মূলত লোকসভার আগে উত্তর পূর্বের জন্য কংগ্রেসের স্ট্র্যাটেজি কী হবে, তা নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে। আর সেই বৈঠক শেষে বেরিয়ে উত্তর পূর্বে তৃণমূলের সঙ্গে ‘বন্ধুত্বে’ ঘোর আপত্তির কথাই জানালেন সুদীপ দেব বর্মণ, ভিনসেন্ট পালার মতো কংগ্রেস নেতারা। বিশেষ করে সুস্মিতাদের ঘরে ফেরার বার্তা বর্তমান প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এবার দোলা, ডেরেকদের রাজ্যসভায় পুনরায় পাঠানো হলেও সুস্মিতাকে আর পাঠাচ্ছে না তৃণমূল। আর সেই ইস্যুটিকে এবার হাতিয়ার করতে চাইছে কংগ্রেস। সুস্মিতারা রাজ্যসভার টিকিট না পাওয়ার ইস্যুকে উত্তর পূর্বে সেন্টিমেন্ট করে বার্তা দিতে চাইলেন সুদীপ দেব বর্মণরা।
সুদীপ দেব বর্মণ যেমন তৃণমূলকে খোঁচা দিয়ে বলেই দিলেন, ‘আমাদের সুস্মিতা দেবকে মূল্যায়ন করতে শিখবে না (তৃণমূল)।’ একইসঙ্গে সুস্মিতাদের উদ্দেশে ঘরে ফেরার দরজাও খুলে দিলেন। বললেন, ‘ঘরে ফিরে আসুন, এখানেই আপনাদের মর্যাদা।’ যাঁরা কংগ্রেস ছেড়ে গিয়েছিলেন, তাঁদের অনেকেই যে ইতিমধ্যে ‘ঘর ওয়াপসি’ শুরু করে দিয়েছেন, সেই বার্তাও দিলেন কংগ্রেস নেতারা।