গান্ধীনগর: ২২-র শেষের দিকে নির্বাচন মোদী-শাহের রাজ্যে। ২৪-র লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই নির্বাচন একটি লিটমাস টেস্টের ন্যায়। তাই নির্বাচনী ময়দানে এখন থেকেই নেমে পড়েছে শাসক দল। আর শাসক দলের পাশাপাশি প্রচারে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আর নির্বাচন যত এগিয়ে আসে রাজনৈতিক আক্রমণ, তোপ দাগাদাগি বেড়ে যায়। এবার কংগ্রেসের নিশানায় প্রাক্তন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল। বিজেপিতে হার্দিকের প্রাপ্ত সম্মান নিয়ে কটাক্ষ করল কংগ্রেস।
কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বৃহস্পতিবার একটি টুইট করা হয়েছে। সেই হিন্দি টুইটে লেখা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি, হার্দিক প্যাটেল বিজেপিতে অনেক সম্মান পাচ্ছেন। গতকাল তাঁর বিজেপির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তিনি এমনকী মাথায় তাঁর পাগড়িও পরেছিলেন এবং একটি সাদা শার্টও বের করেছিলেন। কিন্তু শেষ মুহুর্তে তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়েছে বিজেপি। খুব খারাপ হল তাঁর সঙ্গে।’
खबर है कि हार्दिक पटेल को BJP ‘पूरा सम्मान’ दे रही है।
कल BJP के कार्यक्रम में शामिल होने वाले थे। पूरी तैयारी कर ली, पगड़ी बांध ली, मस्त सफ़ेद शर्ट निकाल ली।
फिर ऐन वक्त पर BJP ने लिस्ट से नाम गायब कर दिया। मक्खी की तरह निकाल फेंका।
बहुत बुरा हुआ… हार्दिक भाई के साथ।
— Gujarat Congress (@INCGujarat) October 13, 2022
নির্বাচনের লক্ষ্যে গুজরাটের মেহসানা জেলায় ‘গুজরাট গৌরব যাত্রার’ সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না বিজেপি নেতা হার্দিক প্যাটেল। এই অনুষ্ঠান থেকে শেষ মুহূর্তে হার্দিক প্যাটেলের নাম দিয়ে দেওয়া হয়। আর তাঁর অনুপস্থিতি নিয়েই ঠাট্টা করেছে কংগ্রেস। উল্লেখ্য, গত মে মাসে কংগ্রেসের ‘হাত’ ছেড়ে ‘পদ্মে’ যোগ দেন হার্দিক। নিজের ইস্তফা পত্রে কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, কংগ্রেসে তিনি যথেচ্ছ গুরুত্ব পাচ্ছেন না। বিজেপির ‘গুজরাট গৌরব যাত্রায়’ উপস্থিত না থাকার জন্য, কংগ্রেস এবার প্রশ্ন তুলেছে, বিজেপিতে কতটা সম্মান পাচ্ছেন প্যাটেল।
এদিকে গতকালের পর আজ তিনটি গৌরব যাত্রার সূচনা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। একটি গুজরাটের গান্ধীনগরে ও অন্য দুটি উনাইতে সূচনা করা হবে। এদিকে গতকাল ‘গুজরাট গৌরব যাত্রার’ সূচনা করার পর নাড্ডা বলেছিলেন, ‘গৌরব যাত্রা শুধুমাত্র গুজরাটের জন্যই নয়। সমগ্র ভারতের গৌরব প্রতিষ্ঠার জন্য এই যাত্রা। ‘