নয়া দিল্লি: শনিবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মদিনে কংগ্রেস সাংসদ শশী থারুর একটি নড়রকাড়া ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। কংগ্রেস সাংসদ শশী থারুর প্রাক্তন প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে তাই পাইলট লাইসেন্সের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। কংগ্রেস সাংসদের মতে রাজীব গান্ধী গোটা দেশ তথা জাতিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু মাঝ আকাশে তাঁকে ছিনিয়ে নেওয়া হয়েছে। টুইটে থারুর লেখেন, “৭৮ তম জন্মবার্ষিকীতে রাহুল গান্ধীকে স্মরণ করছি। তিনি দেশকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কিন্তু মাঝ আকাশে নিষ্ঠুরভাবে তাঁকে কেড়ে নেওয়া হয়েছে।”
#RememberingRajivGandhi on what would have been his 78th birthday. He piloted the nation to greater heights but was cruelly snatched from us in mid-flight. pic.twitter.com/UARsRN5Vf7
— Shashi Tharoor (@ShashiTharoor) August 20, 2022
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী ব্রিটেন থেকে কলেজ শেষ করার পর দিল্লি ফ্লাইং ক্লাব থেকে বাণিজ্যিক পাইলট লাইসেন্স পেয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্য কংগ্রেস নেতৃত্বও প্রাক্তন প্রধানমন্ত্রী ৭৮ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা জন্মদিন উপলক্ষে বাবার স্মৃতিশৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এদিন সকালে বীরভূমির শৌধে তারা স্মৃতিশৌধে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
पापा, आप हर पल मेरे साथ, मेरे दिल में हैं। मैं हमेशा प्रयास करूंगा कि देश के लिए जो सपना आपने देखा, उसे पूरा कर सकूं। pic.twitter.com/578m1vY2tT
— Rahul Gandhi (@RahulGandhi) August 20, 2022
রাহুল গান্ধী টুইটে লিখেছেন, “বাবা, সবসময় তুমি আমার মনে থাকবে। তুমি দেশের জন্য যে স্বপ্ন দেখেছ তা আমি সবসময় পূরণ করার চেষ্টা করব।” এই টুইটের পাশাপাশি একটি আবেগঘন ভিডিয়ো পোস্ট করেন রাহুল গান্ধী। ২০ অগস্ট ১৯৪৪ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেশের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৪ থেকে ১৯৮৯ অবধি দায়িত্ব সামলেছেন ইন্দিরা পুত্র। ১৯৯১ সালে এলটিটিই জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিনি প্রাণ হারিয়েছিলেন।