Unified Pension Scheme: ‘দূরদর্শী সিদ্ধান্ত’, কেন্দ্রের নতুন পেনশন প্রকল্পকে স্বাগত জানালেন কংগ্রেসের তথ্য বিশ্লেষক

Aug 25, 2024 | 8:16 PM

Unified Pension Scheme: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন পেনশন প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়। আগামী বছরের ১ এপ্রিল থেকে এই প্রকল্প চালু হবে। নতুন প্রকল্প চালু হলে ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে কেন্দ্র জানিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নতুন এই প্রকল্প এবং এনপিএসের মধ্যে যেকোনও একটা বেছে নিতে পারবেন।

Unified Pension Scheme: দূরদর্শী সিদ্ধান্ত, কেন্দ্রের নতুন পেনশন প্রকল্পকে স্বাগত জানালেন কংগ্রেসের তথ্য বিশ্লেষক
কংগ্রেসের তথ্য বিশ্লেষক প্রবীণ চক্রবর্তী

Follow Us

নয়াদিল্লি: অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড় পদক্ষেপ করেছে কেন্দ্র। চালু করেছে নতুন পেনশন প্রকল্প। নাম ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ (ইউপিএস)। এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চালু ছিল ‘ন্যাশনাল পেনশন স্কিম’ (এনপিএস)। বিভিন্ন সংগঠন ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবার কেন্দ্রের এই নতুন পেনশন প্রকল্পকে স্বাগত জানালেন কংগ্রেসের তথ্য বিশ্লেষক প্রবীণ চক্রবর্তী। ইউপিএস-কে দূরদর্শী বলে ব্যাখ্যা করলেন।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন পেনশন প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়। আগামী বছরের ১ এপ্রিল থেকে এই প্রকল্প চালু হবে। নতুন প্রকল্প চালু হলে ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে কেন্দ্র জানিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নতুন এই প্রকল্প এবং এনপিএসের মধ্যে যেকোনও একটা বেছে নিতে পারবেন।

ইউপিএসে তিনটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। নিশ্চিত পেনশন, নিশ্চিত পারিবারিক পেনশন ও নিশ্চিত ন্যূনতম পেনশন। নিশ্চিত পেনশনে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি কমপক্ষে ২৫ বছর চাকরি করেন, তিনি কর্মজীবনের শেষ এক বছরে যে গড় মাসিক বেসিক বেতন পাবেন, তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। আবার পেনশনভোগীর মৃত্যর পর তাঁর স্ত্রী যে পেনশন পাবেন, তা নিশ্চিত পারিবারিক পেনশন। সেক্ষেত্রে ওই পেনশনভোগী যে পরিমাণ পেনশন পেতেন, তার ৬০ শতাংশ পেনশন পাবে পরিবার। কেউ ১০ বছর চাকরি করে ছেড়ে দিলেও এবার থেকে পেনশন পাওয়া যাবে। আর তা পাওয়া যাবে নিশ্চিত ন্যূনতম পেনশনে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রশিদ আলভি। তবে কেন্দ্রের পদক্ষেপকে স্বাগত জানালেন কংগ্রেস নেতা তথা প্রফেশনালস কংগ্রেস ও ডেটা অ্যানালিটিক্সের চেয়ারম্যান প্রবীণ চক্রবর্তী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতে সরকারি কর্মচারীদের পেনশন দেওয়ার মানে হল অভিজাত সংখ্যালঘুকে বেতন দিতে সংখ্যাগরিষ্ঠ দরিদ্রের উপর কর চাপানো। সেজন্যই ২০১৩ সালে ওল্ড পেনশন স্কিম(ওপিএস) সংস্কার করে এনপিএস লাগু করা হয়।”

এরপরই মোদী সরকারের প্রশংসা করে তিনি লেখেন, “অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ন্যূনতম প্রাপ্য নিশ্চিত ছিল না এনপিএসে। সেটাই এবার হয়েছে ইউপিএসে। ইউপিএস= এনপিএস + ন্যূনতম গ্যারান্টি।” কেন্দ্রের এই সিদ্ধান্তকে বিচক্ষণ জানিয়ে স্বাগত জানান প্রবীণ চক্রবর্তী।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article