নয়া দিল্লি: স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়েই ঝামেলা হয়। সমস্যা চরম পর্যায়ে পৌঁছে গেলে মামলা-মোকদ্দমা হওয়াও নতুন কিছু নয়। তবে স্ত্রীর করা এমন একটি অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে, যা শুনে বিরক্তির প্রকাশ করে আদালতও। ফ্রেঞ্চ ফ্রাই না খেতে দেওয়ায় মামলা পৌঁছেছে হাইকোর্টে।
ওই ভারতীয় দম্পতি আমেরিকায় বসবাস করতেন। সেখানে তাঁদের সন্তানের জন্ম হয়। তারপর তাঁরা ভারতে ফিরে আসেন। স্ত্রীর অভিযোগ, আমেরিকায় সন্তানের জন্মের পরই তাঁর স্বামী তাঁর স্ত্রীকে ফ্রেঞ্চ ফ্রাই, ভাত, মাংস- এসব খেতে নিষেধ করেন। স্বামীর এই আচরণে ক্ষুব্ধ হয়েই আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। এদিকে, স্ত্রীর অভিযোগের জবাবে স্বামীর দাবি, আমেরিকায় স্ত্রী যখন গর্ভবতী ছিলেন, তখন তাঁকে দিয়ে ঘরের সব কাজ করানো হত। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত, এমনকী স্বামীর বিরুদ্ধে লুকআউট নোটিস পর্যন্ত জারি হয়েছে।
হাইকোর্টে মামলাটি গেলে প্রথমেই বিচারপতি এম নাগপ্রসন্ন মামলার তদন্ত স্থগিত করে দেন। তিনি বলেন, ওই ব্যক্তির (স্বামীর) বিরুদ্ধে অভিযোগ খুবই লঘু। বিচারক আরও মন্তব্য করেন, তদন্ত চালিয়ে গেলে তা আইনি প্রক্রিয়ার অপব্যবহার হবে।
স্বামীর আইনজীবী জানিয়েছেন যে স্ত্রীর অভিযোগের পর, তাঁর বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়েছিল। ফলে তাঁকে আমেরিকায় কাজে ফিরে যেতে বাধা দেওয়া হয়। সেই সার্কুলার সরিয়ে দিয়ে স্বামীকে আমেরিকায় কাজে ফেরার অনুমতি দিয়েছে আদালত।
বিচারপতি নাগপ্রসন্ন এই ক্ষেত্রে লুকআউট নোটিসের সমালোচনা করে এটিকে আইনি ব্যবস্থার অপব্যবহার বলে অভিহিত করেন।