Congress: রাহুলের ইডি হাজিরার দিন দেশজুড়ে হবে শক্তি প্রদর্শন, বিরাট পরিকল্পনা কংগ্রেসের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 09, 2022 | 8:59 PM

Congress: আগামী সোমবার (১৩ জুন) এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে হাজিরা দেবেন রাহুল গান্ধী। ওই দিন দেশ জুড়ে শক্তি প্রদর্শনের এক বিরাট পরিকল্পনা করেছে কংগ্রেস।

Congress: রাহুলের ইডি হাজিরার দিন দেশজুড়ে হবে শক্তি প্রদর্শন, বিরাট পরিকল্পনা কংগ্রেসের
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

নয়া দিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি অর্থ পাচারের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর পুত্র তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ৮ জুনই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সনিয়া গান্ধীর। কিন্তু, কোভিড-১৯ আক্রান্ত বলে তিনি হাজিরা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন। তবে, আগামী সোমবার (১৩ জুন) ইডির তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর হাজিরা দেওয়ার এই ঘটনাকে উপলক্ষ করে সারা দেশে শক্তি প্রদর্শনের এক বিরাট পরিকল্পনা করেছে কংগ্রেস। জানা গিয়েছে, দিল্লিতে, রাহুল গান্ধীর সঙ্গে ইডি দফতর পর্যন্ত মিছিল করে যাবেন দলের শীর্ষ নেতা এবং সাংসদ-বিধায়করা। পাশাপাশি, সারাদেশে দলীয় কর্মীরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করবেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দলের শীর্ষ নেতাদের মধ্যে এক ভার্চুয়াল বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজ্যের ভারপ্রাপ্ত নেতারা, রাজ্য শাখার সভাপতিরা এবং কংগ্রেস কার্যকরী সমিতির সদস্যরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ‘প্রতিহিংসার রাজনীতি’ করছে এবং তার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে – এই বিষয়গুলিকেই ওইদিনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরা হবে। সেই সঙ্গে, রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর প্রতি দলের সকলের সমর্থন রয়েছে, সেটাও তুলে ধরা হবে। প্রসঙ্গত, ২০১৫ সালে একই মামলায় রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী যখন জামিন চেয়েছিলেন, সেই সময়ও শক্তি প্রদর্শন করেছিল কংগ্রেস।

দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে কংগ্রেসের সমস্ত সাংসদ এবং দলের পদস্থ নেতাদের সোমবার সকালে আকবর রোডে দলের সদর দফতরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে, রাহুল গান্ধীকে নিয়ে এপিজে আব্দুল কালাম রোডে অবস্থিত ইডি কার্যালয়ে পদযাত্রা করবেন কংগ্রেস নেতারা। একই সময়ে সারা দেশে সত্যাগ্রহ পালন করবে প্রদেশ কংগ্রেসের শাখাগুলি। রাজ্যে রাজ্যে ইডির কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করবেন রাজ্য শাখার নেতা-কর্মীরা।

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড সংস্থা। এই সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহরু। এই সংবাদপত্রেরই মালিক পক্ষ ‘ইয়ং ইন্ডিয়ান’ সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই মামলার বিষয়েই জিজ্ঞাসাহবাদের জন্য ডাকা হয়েছে রাহুল ও সনিয়া গান্ধীকে। এর আগে একই অভিযোগে ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে তদন্ত করেছিল আয়কর বিভাগ। পরে ইডি বেআইনি অর্থ পাচার প্রতিরোধ আইন বিষয়ে একটি নতুন মামলা দায়ের করেছে।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কিন্তু, গত ২ জুন তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট ইতিবাচক আসে। এই কারণে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন তিনি। ইডির পক্ষ থেকে তিন সপ্তাহ পর তাঁকে নতুন করে নোটিস দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Next Article