নয়া দিল্লি: এ যেন অসম যুদ্ধে নেমেছেন শশী থারুর। গত শুক্রবার তিনি এবং মল্লিকার্জুন খাড়্গে – দুজনেই দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে মনোনয়ন জমা দিয়েছেন। থারুরের সঙ্গে পরিচিত মুখ কেউ না থাকলেও, ৩০ জনেরও বেশি সিনিয়র কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করতে এসেছিলেন খাড়্গে। অর্থাৎ, শুরুতেই তাঁর ভার বুঝিয়ে দিয়েছেন। সূত্রের খবর, তিনিই দলের হাই কমান্ড তথা গান্ধী পরিবারের মনোনীত প্রার্থী। এমনকি, বিদ্রোহী জি২৩ গোষ্ঠীর নেতারাও আছেন খাড়্গের পক্ষে। তাহলে শশীর পক্ষে কারা আছেন?
শনিবার, মহারাষ্ট্রের নাগপুর থেকে তার প্রচার শুরু করেছেন শশী থারুর। রাতে একটি টুইট করে তিনি তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করা ৬০ জন নেতার নাম প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন: “আমি আমার ৬০ জন প্রস্তাবকের নাম উপস্থাপন করছি। ১২টি রাজ্যের, সমস্ত স্তরের নেতৃত্ব আছেন, প্রত্যেকেই গর্বিত কংগ্রেস কর্মী। আমি তাদের এবং হাজার হাজার কর্মী, যাঁরা আমার প্রতি বিশ্বাস রেখেছেন, তাঁদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আমার সংসদীয় সহকর্মীদের, আপনাদের অটল সমর্থনের জন্য।”
যে ৬০ জন প্রস্তাবকের নামের তালিকা তিনি প্রকাশ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কার্তি পি চিদম্বরম। থারুর দলে ভাবিকালের পরিবর্তনের ডাক দিয়েছেন। তাঁর প্রচারের ট্যাগলাইন হল ‘থিঙ্ক থারুর, থিঙ্ক টুমরো’ অর্থা, কালকের জন্য ভাবতে গেলে থারুরের কথা ভাবুন। তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, তিনি দলে পরিবর্তনের প্রতিনিধি। মজার বিষয় হল থারুর সহ যে ২৩ জন দলীয় নেতৃত্বে পরিবর্তন চেয়ে সনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন, সেই ২৩ জনের অন্যতম আনন্দ শর্মা এবং মণীশ তেওয়ারির নাম রয়েছে মল্লিকার্জুন খাড়্গের প্রস্তাবকের তালিকায়।
I present my 60 nominees. 12 states, all levels of leadership but all proud @INCIndia workers. I thank them & the thousands of workers they represent for the faith they have placed in me. Thanks, my Parliamentrary colleagues, for yr unwavering support. #ThinkTharoorThinkTomorrow pic.twitter.com/qbml84m4Vk
— Shashi Tharoor (@ShashiTharoor) October 1, 2022
এই অবস্থায় শশী থারুর বলছেন, খাড়্গের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা কোনও “যুদ্ধ নয়। তবে যারা দলের কাজকর্মে সন্তুষ্ট, যারা স্থিতাবস্থা চায় তাদের খাড়্গে সাহেবকে বেছে নেওয়া উচিত। আর যারা পরিবর্তন চান তাদের আমাকে বেছে নেওয়া উচিত। যদি কেউ ২১ শতাব্দীর দিকে নজর রেখে পার্টিতে পরিবর্তন এবং অগ্রগতি চান, আমি সেই পরিবর্তনের প্রতিনিধি।” আগামী ১৭ অক্টোবর হবে নির্বাচন। মোট ৯,১০০ জন কংগ্রেস নেতা-কর্মীর ভোট দেওয়ার অধিকার রয়েছে। ফল ঘোষণা করা হবে ১৯ অক্টোবর।