নয়া দিল্লি: বুধবার (২৬ অক্টোবর), কংগ্রেস সভাপতি হিসেবে শপথ নিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। এদিনই দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য ৪৭ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি ঘোষণা করলেন তিনি। এতদিন এই কাজের ভার ছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির উপর। এবার ওয়ার্কিং কমিটির বদলেই তৈরি করা হল স্টিয়ারিং কমিটি। প্রত্যাশিতভাবেই প্যানেলে সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা আছেন। এছাড়া, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সমস্ত সদস্যই স্টিয়ারিং কমিটির সদস্য হয়েছেন। পদমর্যাদা বলে সদস্য হয়েছেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীও। তবে, এই কমিটিতে জায়গা হয়নি সভাপতি নির্বাচনে খাড়্গের প্রতিদ্বন্দ্বী শশী থারুরের।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও, প্রিয়াঙ্কা গান্ধী, এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি, আনন্দ শর্মা, কেসি বেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা-সহ কংগ্রেসের প্রায় সকল সিনিয়র নেতাকেই স্টিয়ারিং কমিটিতে রেখেছেন খাড়্গে। রীতি অনুসারে, নয়া কংগ্রেস সভাপতি নির্বাচনের পরে, পূর্ববর্তী কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভেঙে দেওয়া হয়। দলের বিষয়গুলি পরিচালনা করার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। সেই রীতি মেনেই এদিন ওয়ার্কিং কমিটির সমস্ত সদস্য, সাধারণ সম্পাদকরা এবং বিভিন্ন বিভাগের ইনচার্জরা, নতুন কংগ্রেস সভাপতির কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন।
কংগ্রেসের সংবিধান অনুযায়ী, দলের পূর্ণাঙ্গ অধিবেশনে দলের সভাপতি হিসেবে মল্লিকার্জুন খাড়্গেকে অনুমোদন দেওয়া হবে। এই পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের মার্চ-এপ্রিলে। ওই অধিবেশনের পরই নয়া সভাপতি নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করবেন। গঠনতন্ত্র অনুযায়ী, ওই ওয়ার্কিং কমিটিতে ১১ জন মনোনীত সদস্য থাকেন। আর বাকি ১২ জন স্থআন পান নির্বাচনের মাধ্যমে। সংসদে দলের নেতা এবং কংগ্রেস সভাপতি নিজ নিজ পদ মর্যাদা বলেই ওয়ার্কিং কমিটির সদস্য হন।