Congress Meeting: গেহলট-পাইলটকে দিল্লিতে তলব খাড়্গের, কর্নাটকের ‘হিট’ ফর্মুলা কি খেল দেখাবে রাজস্থানেও?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 29, 2023 | 6:25 AM

Sachin Pilot-Ashok Gehlot: দলীয় সূত্রে খবর,  বাকি নেতাদের সঙ্গে বৈঠকের আগে সচিন পাইলট ও অশোক গেহলটের সঙ্গে বৈঠক করতে চান দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাদের এক মঞ্চে আনার চেষ্টা করবেন। 

Congress Meeting: গেহলট-পাইলটকে দিল্লিতে তলব খাড়্গের, কর্নাটকের হিট ফর্মুলা কি খেল দেখাবে রাজস্থানেও?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: চলতি বছরেই রাজস্থানে বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Election 2024)। এদিকে দলের দুই শীর্ষ নেতার মধ্যে বিরোধ যেন মিটতেই চায় না। নির্বাচনের আগে তাই রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট(Sachin Pilot)-কে নিয়ে বৈঠকে বসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। দলীয় সূত্রে খবর, রাজস্থানের দুই কংগ্রেস নেতাকেই আজ, সোমবার দিল্লিতে তলব করেছেন মল্লিকার্জুন খাড়্গে। গেহলটের দফতর সূত্রেও দিল্লি যাওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

অশোক গেহলট বনাম সচিন পাইলটের বিরোধের কথা সর্বজনবিদিত। ২০১৯ সালের শেষভাগ থেকে যে বিরোধের আগুন জ্বলে উঠেছিল, তা এখনও ধিকিধিকি করে জ্বলছে। মাঝে মধ্যেই তাতে বিস্ফোরণও হয়। সম্প্রতিই সেই রকমই বিস্ফোরণ হয়েছিল, রাজ্যের দাপুটে নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট জানিয়েছিলেন, চলতি মাসের শেষের মধ্যে যদি তাঁর তিন দাবি না পূরণ করে রাজ্য সরকার, তবে তিনি রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করবেন। নিজের দল শাসিত সরকারের কাছে পাইলট যে দাবি রেখেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সময়ে রাজ্য়ে দুর্নীতি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত। মাস শেষ হতে চললেও তদন্ত শুরু না হওয়ায়, পাইলট যাতে ফের বিদ্রোহ শুরু না করে, তার জন্যই এই বৈঠক। এমনটাই সূত্রের খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে সমস্ত রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতাদের বৈঠকের কথা ছিল। কিন্তু  পরে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়। এবার দলীয় সূত্রে খবর,  বাকি নেতাদের সঙ্গে বৈঠকের আগে সচিন পাইলট ও অশোক গেহলটের সঙ্গে বৈঠক করতে চান দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাদের এক মঞ্চে আনার চেষ্টা করবেন।

দলীয় সূত্রে আরও জানা গিয়েছে,  সম্প্রতিই কর্নাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েও যে বিরোধ তৈরি হয়েছিল, তা সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের সঙ্গে কথা বলেই মিটিয়ে নিয়েছিলেন খাড়্গে। এবার কর্নাটকের সফল ফর্মুলাই রাজস্থানেও প্রয়োগ করতে চান তিনি।

Next Article