Ashok Gehlot: মন্ত্রিসভায় পাইলট ঘনিষ্টদের জায়গা দিতে উদ্যোগী কংগ্রেস, চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী গেহলটের উপর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2021 | 1:50 PM

Rajasthan Cabinet Reshuffle: বিগত এক বছর ধরেই রাজস্থানের মন্ত্রিসভায় যে রদবদলের কথা চলছিল, গতকালের বৈঠকে তা নিয়েই আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

Ashok Gehlot: মন্ত্রিসভায় পাইলট ঘনিষ্টদের জায়গা দিতে উদ্যোগী কংগ্রেস, চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী গেহলটের উপর
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: চাপ বাড়ছে গেহলটের উপর। রাজস্থানের মন্ত্রিসভায় সচিন পাইলট(Sachin Pilot)-র ঘনিষ্টদের জায়গা দিতে এ বার মুখ্যমন্ত্রী অশোক গোহলট(Ashok Gehlot)-কে বোঝানোর চেষ্টা শুরু করল কংগ্রেস (Congress)। বুধবারই তিনি দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দেখা করেছেন। সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্ব রাজস্থানের মন্ত্রিসভায় (Rajasthan Cabinet Resuffle) রদবদল আনতে চাইছেন। নতুন মন্ত্রিসভায় সচিন পাইলটের ঘনিষ্ট বেশ কয়েকজন নেতাকেও জায়গা দেওয়া হতে পারে। সেই কারণেই গতকালের সাক্ষাতে অশোক গেহলটকে এই বিষয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

দলীয় কোন্দল সামলাতে অস্থির কংগ্রেস। এদিকে, অশোক গেহলট বনাম সচিন পাইলটেরও বিরোধও সকলেরই জানা। দীর্ঘদিন ধরেই রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী সচিন পাইলটের মধ্যে যে বিরোধ রয়েছে, বছর পার করেও সেই বিরোধ মেটাতে পারেনি কংগ্রেসের শীর্ষ নেতারা। একাধিকবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সকলেই মনে করেছেন, এবার বুঝি পাকাপাকিভাবেই দল ছাড়বেন সচিন। যদিও প্রতিবারই তাঁকে বুঝিয়ে দলে রেখেছেন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী। তবে এ বার সচিনের দাবিকেও গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। সেই কারণেই গতকাল দিল্লিতে এই বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনেই এই বৈঠক হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং রাজস্থানের দলের ইনচার্জ অজয় মাকেন। যদিও রাহুল গান্ধী নিজে এই বৈঠকে উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে।

বিগত এক বছর ধরেই রাজস্থানের মন্ত্রিসভায় যে রদবদলের কথা চলছিল, গতকালের বৈঠকে তা নিয়েই আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এছাড়াও রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে কার্যত অশোক গেহলটের উপর চাপ সৃষ্টি করা হয়েছে মন্ত্রিসভার সম্প্রসারণে সম্মতি জানাতে। নতুন মন্ত্রিসভায় সচিন পাইলটের ঘনিষ্ট কয়েকজন নেতাকে জায়গা দেওয়া হতে পারে, সে কথাও জানানো হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে।

২০১৮ সালে রাজস্থানের বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন সচিন পাইলট, কিন্তু দলের তরফে রাজ্য সামলানোর দায়িত্ব দেওয়া হয় “বিশ্বাসী” অশোক গেহলটকেই। সচিন পাইলটকে উপ-মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বিবাদের জেরে তিনি শেষমেশ ওই পদ থেকে ইস্তফা দেন।

মূলত গত বছর সচিন পাইলটকে দলে ও রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করতেই উদ্যোগী হয়েছে কংগ্রেস। প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে সচিন পাইলটের সুসম্পর্ক থাকায়, তিনিই এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে।

Next Article