চণ্ডীগড়: হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আর মাসখানেকও বাকি নেই। বিজেপি ইতিমধ্যে ৬৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর বুধবার রাতে কংগ্রেস প্রথম তালিকায় ৩১ প্রার্থীর নাম প্রকাশ করল। সেই তালিকায় রয়েছেন এদিনই কংগ্রেসে যোগ দেওয়া কুস্তিগির বিনেশ ফোগাট। বিনেশের সঙ্গে আর এক কুস্তিগির বজরম পুনিয়া কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে তাঁর নাম এদিনের তালিকায় নেই। তাঁকে সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের কার্যনির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।
বুধবার নয়াদিল্লি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন বিনেশ ও বজরং। শুক্রবার তাঁরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। তার আগে দু’জনেই অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) স্পোর্টস পদ থেকে ইস্তফা দেন। তাঁদের পদত্যাগপত্র রেলের তরফে গ্রহণ করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে রেল সূত্রে খবর, সার্ভিস রুল অনুযায়ী, ইস্তফা গৃহীত না হলে ভোটে লড়তে পারবেন না দুই তারকা কুস্তিগির।
এদিন রাতে ৩১ প্রার্থীর যে তালিকা কংগ্রেস প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, জুলানা থেকে প্রতিদ্বন্বিতা করবেন বিনেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা লড়বেন গরহি সাম্পলা-কিলোই আসনে। আর হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভান প্রতিদ্বন্দ্বিতা করবেন হোদাল আসন থেকে। হরিয়ানায় মোট বিধানসভা আসন ৯০। আপের সঙ্গেও জোট নিয়ে আলোচনা চালাচ্ছে কংগ্রেস। রাজনীতির কারবারিরা বলছেন, সেকথা মাথায় রেখেই আপাতত এক-তৃতীয়াংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।
১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠতে পারেননি বিনেশ। নিয়মের গেরোয় কোনও পদকও পাননি। রাজনীতি থেকে ভোট ময়দানে নেমেছেন বিনেশ। রাজনীতির ময়দানে তিনি কি বাজিমাত করবেন? তা জানা যাবে ৮ অক্টোবর। ওইদিন হরিয়ানা বিধানসভা ফল ঘোষণা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)