‘নিখোঁজ’ অমিত শাহ, দায়ের হল ‘মিসিং ডায়রি’

ঋদ্ধীশ দত্ত |

May 13, 2021 | 7:11 PM

সরকারের সেকেন্ড ইন কমান্ড যিনি, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর দেখাই পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ অমিত শাহ, দায়ের হল মিসিং ডায়রি
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট মেটার পর থেকে খুব একটা দেখতে পাওয়া যায়নি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কোভিড মোকাবিলার ক্ষেত্রে অমিত শাহকে কোনও ভূমিকা নিতে দেখা যায়নি। যে কারণে এ বার স্বরাষ্ট্রমন্ত্রীর নামে নিখোঁজ ডায়রি করল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’। এনএসইউআই-র সাধারণ সম্পাদক নাগেশ কারিআপ্পা এই নিখোঁজ ডায়রি করেছেন।

করোনা দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশে সঙ্কটময় পরিস্থিতি। অক্সিজেন সঙ্কট থেকে ভ্যাকসিনের আকাল, সব নিয়েই একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ সরকারের সেকেন্ড ইন কমান্ড যিনি, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর দেখাই পাওয়া যাচ্ছে না। দেশ অভাবনীয় অবস্থার মোকাবিলা করছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে সময় কাটাচ্ছেন, কী করছেন, তা জানাই যাচ্ছে না। ঠিক এই কারণেই শাহ নিখোঁজ বলে দাবি তুলে এই ডায়রি করা হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠনের পক্ষ থেকে।

আরও পড়ুন: ব্যর্থ মোদীর নির্বাচনী স্ট্র্যাটেজি! মমতার পাল্টা চালে এবার বাংলার কৃষকদের অ্যাকাউন্টেও কিসান সম্মান নিধির টাকা

কংগ্রেসের ছাত্র সংগঠনের দাবি, “এই ভয়ঙ্কর অতিমারির বিরুদ্ধে আমরা প্রত্যেকেই লড়াছি। পরিস্থিতিতে মোকাবিলা করতে আমরা সরকারকেও পাশে চাই। কিন্তু এই সরকার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা নিখোঁজ ডায়রি করেছি।” অন্যদিকে অভিযোগ দায়ের করা নাগেশ কারিয়াপ্পার বক্তব্য, “দেশের সঙ্কটময় পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা। পালিয়ে যাওয়া নয়।”

আরও পড়ুন: সকালেও ছিলেন, আচমকা বেপাত্তা! কালো পতাকা দেখে শীতলকুচিতে পৌঁছেও নিহতের বাড়ির লোকের দেখা পেলেন না রাজ্যপাল

 

Next Article