নয়া দিল্লি: শিশু থেকে বয়স্ক- বর্তমানে সকলের নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কনজানটিভাইটিস (Conjunctivitis)। সাধারণভাবে বলতে গেলে ‘গোলাপি চোখ’ (Pink eye)। দিল্লি-এনসিআর সংলগ্ন অঞ্চল থেকে কলকাতা, সর্বত্রই বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠেছে কনজানটিভাইটিস। দিল্লি এইমস-এর এক চিকিৎসক জানান, প্রতিদিন গড়ে ১০০ জন কনজানটিভাইটিস সংক্রমণ নিয়ে আসছে। এটি ভয়াবহ কোনও অসুখ নয়। তবে সংক্রামক বলে জানিয়েছেন তিনি। এই সমস্যা হলে চোখের কর্ণিয়ার উপর যথেষ্ট চাপ পড়ে। চিকিৎসকদের মতে, বর্ষার সময় ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকেই হয় কনজানটিভাইটিস। মূলত, চোখের সাদা অংশের উপর ব্যাকটিরিয়ার সংক্রমণ হয়। এই রোগ থেকে বাঁচতে বিশেষ কিছু সতর্কতা মেনে চলা জরুরি। কনজানটিভাইটিস রোগ কী, কীভাবে এই রোগের সংক্রমণ হয়, রোগ প্রতিরোধের উপায় কী- সে ব্যাপারে জানিয়েছেন এইমস-এর চক্ষু বিশেষজ্ঞ ডা. হর্ষ কুমার।
কনজানটিভাইটিস-এর উপসর্গ কী?
কনজানটিভাইটিস-এর মূল উপসর্গ হল, চোখ কড়কড় করা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ জ্বালা করা এবং চোখ দিয়ে জল পড়া। অনেকের আবার চোখে ব্যথা হয়। দেখতেও কিছুটা সমস্যা হয়।
কনজানটিভাইটিসের প্রকারভেদ
চিকিৎসকদের মতে, কনজানটিভাইটিস বা গোলাপি চোখ মূলত তিন ধরনের হয়। ব্যাকটিরিয়া থেকে হয়, ভাইরাস থেকে হয় এবং অ্যালার্জি থেকে হয়। তিন ধরনের কনজানটিভাইটিসই সংক্রামক।
কনজানটিভাইটিসের চিকিৎসা
এইমস-এর চক্ষু বিশেষজ্ঞ ডা. হর্ষ কুমার জানান, কনজানটিভাইটিস সাধারণত স্কুলের একটি বাচ্চা থেকে অন্য বাচ্চাদের মধ্যে দ্রুত ছড়ায়। এছাড়া ভিড়বহুল স্থান থেকে প্রাপ্ত বয়স্কদের মধ্যেও ছড়াতে পারে। মূলত, কনজানটিভাইটিস আক্রান্ত কারও সংস্পর্শে এলেই এটা হয়। এই রোগের নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই। তাই যার কনজানটিভাইটিস হয় তার ভিড় এড়িয়ে চলা উচিত। আলাদা রুমাল, গামছা ব্যবহার করা উচিত এবং বারবার হাত ধোয়া উচিত বলে জানাচ্ছে চিকিৎসকেরা।
কনজানটিভাইটিস আক্রান্ত হলে চোখকে বিশ্রাম দেওয়া উচিত। ধুলো-বালি যাতে চোখে না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া চোখে ঠান্ডা কাপড়, ঠান্ডা জলের ঝাপটা বারবার দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে অ্যালার্জি থেকে কনজানটিভাইটিস হলে অ্যালার্জির ওষুধ বা অ্যান্টিবায়োটিক নেওয়া যেতে পারে। এছাড়া কোনও খাবার থেকে অ্যালার্জি হলে সেই খাবার এড়িয়ে চলা উচিত। তবে ভাইরাস থেকে কনজানটিভাইটিস হলে অ্যান্টিবায়োটিক চলবে না বলে জানাচ্ছেন চক্ষু বিশেষজ্ঞরা।