শিলং: জল্পনা-ই সত্যি হল! মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কনরাড সাংমা। মঙ্গলবার, দোল উৎসবের দিন শিলংয়ে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নড্ডার উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। সাংমার পর উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রিস্টোন তিনসোং এবং স্নিয়াভালাং ধর।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, বেলা ১১টা নাগাদ শিলংয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন কনরাড সাংমা। তিনি ছাড়াও এদিন NPP-র আরও ৭ বিধায়ক, UDP-র ২ বিধায়ক এবং BJP ও HSPDP-র একজন করে বিধায়ক সাংমার মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন। প্রত্যেককে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল ফাগু চৌহ্বান। কনরাড সাংমা সহ তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নড্ডা ছাড়াও উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা NEDA-র আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মা।
এদিন নাগাল্যান্ডেরও মুখ্যমন্ত্রী সহ নতুন বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। দুপুর পৌনে ২টো নাগাদ কোহিমায় রাজভবনে শপথগ্রহণ করবেন তিনি। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ
নিতে পারেন NDPP বিধায়ক নিইফিউ রিও। এই শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নড্ডা। তাই শিলং থেকে সরাসরি কোহিমায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে নতুন সরকার গঠনের অনুষ্ঠানের পর ত্রিপুরায় যাবেন তিনি। আগামী কাল ত্রিপুরার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের অনুষ্ঠান রয়েছে।