দৈনিক করোনা (COVID) আক্রান্তের রেকর্ড। স্রেফ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজার মানুষ। যা ভারতে করোনার সর্বকালের রেকর্ড। গত বছর মার্চ মাস থেকে ভারতে দ্রুত গতিতে ছড়াতে শুরু করেছিল করোনা সংক্রমণ। কিন্তু ২০২১-এর এপ্রিল মাস করোনা মহামারীর সেই ভয়াবহ রূপকেও হার মানাচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরবর্তী ৪ সপ্তাহ ‘অত্যন্ত ভয়ানক’ আকার নেবে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৩০ জন। এর আগে গত সোমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছিল। তারপর ফের লক্ষ অতিক্রম করে রেকর্ড গড়ল করোনা।
দেখুন করোনার সব লাইভ আপডেট…
উত্তরবঙ্গের দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে কোচবিহার জেলা প্রশাসনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে হাইভোল্টেজ নির্বাচন চলাকালীন হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। বুধবার ফের একবার দুশ্চিন্তার খবর শোনাল রাজ্যের স্বাস্থ্য দফতর। নমুনা পরীক্ষার সংখ্যা তেমনভাবে না বাড়লেও নতুন করে সংক্রমণ রেকর্ড ছাড়িয়েছে বঙ্গে। বুধবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে নতুন করে ২,৩৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রায় ৭০০ জনই কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা এবং হাওড়াতেও সংক্রমণের হার ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে।
সবিস্তারে পড়ুন: দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০ পেরল উত্তর ২৪ পরগনায়, হাওড়ায় ডবল সেঞ্চুরি করোনার
প্রথমে মহারাষ্ট্র, তারপর দিল্লি, এ বার করোনা রুখতে নৈশ কার্ফুর (Night Curfew) পথে হাঁটল পঞ্জাব। সে রাজ্যে রাত ৯টা থেকে ভোট ৫টা পর্যন্ত জারি হল নৈশ কার্ফু।
বিস্তারিত পড়ুন: ভয় বাড়াচ্ছে করোনা, মহারাষ্ট্র-দিল্লির পর পঞ্জাবেও নৈশ কার্ফু, বন্ধ রাজনৈতিক সমাবেশ
মহারাষ্ট্রে দেখা গিয়েছে করোনা টিকা সঙ্কট। আগামী তিনদিনের মধ্যেই মজুত থাকা সমস্ত টিকা শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে টিকা পাঠানোর জন্য আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
বিস্তারিত পড়ুন: আর মাত্র ৩ দিন, তারপর মিলবে না করোনা টিকা! ভয়াবহ সঙ্কটে মহারাষ্ট্র
করোনা আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলেই জানান।
বিস্তারিত পড়ুন: করোনার কোপে এ বার ত্রিপুরার মুখ্যমন্ত্রীও
দেশে ঠিক কী কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যবিধির প্রতি অনীহাই করোনা সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ।
বিস্তারিত পড়ুন: করোনার ভয়াল গ্রাসের পিছনে আসল কারণ কী, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা (COVID) সংক্রমণ। করোনা রোখার মূল অস্ত্র ভ্যাকসিনও অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সংক্রমণ রুখতে। দেশজুড়ে এরকম একাধিক ঘটনা ঘটায় এ বার নড়েচড়ে বসেছে কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনার রিপোর্ট জমা নিচ্ছে কেন্দ্র।
বিস্তারিত পড়ুন: টিকা নেওয়ার পরেও কামড় বসাচ্ছে করোনা, কারণ খুঁজতে মরিয়া কেন্দ্র
গাড়িতে একা থাকলেও পরতে হবে মাস্ক (Mask)। আইনজীবী সৌরভ শর্মার একটি লিখিত আবেদন খারিজ করে এই নির্দশ দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রথিবা এম সিংয়ের নেতৃত্বাধীন এক সদস্যের বেঞ্চ।
বিস্তারিত পড়ুন: গাড়িতে একা থাকলেও মাস্ক বাধ্যতামূলক, নির্দেশ হাইকোর্টের
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এখনই বয়স নির্বিশেষে সকলের জন্য ভ্যাকসিনের দরজা খুলবে না সরকার। রাজেশ জানান, যাঁর আগে ভ্যাকসিন প্রয়োজন তাঁকেই আগে ভ্যাকসিন যাতে দেওয়া যায়, সে জন্যই বয়সবিধি।