নয়া দিল্লি : মাঝে করোনার চোখ রাঙানি একটু কমলেও ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গতকাল ২০ হাজারের নীচেই ছিল করোনা সংক্রমণ । তবে এদিন ফের ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৩১৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৪ জন। আগের দিন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৫৭ জন। সেদিক থেকে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া কমেছে। তবে উদ্বেগ বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা।
বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি :
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৮ জন। তারপরেই রয়েছে কেরল। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩০ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০৩ জন। আর দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। তার মধ্যে ১২ জনই কেরলের। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আর মৃতের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি :
বঙ্গে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৮৮ জনের। আগের দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪৬১ জন। রাজ্যে বেড়েছে সুস্থতার হারও। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.০২ শতাংশ। তবে মৃতের সংখ্য়ার নিরিখে দেশে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে মারা গিয়েছেন ৫ জন।