Coronavirus: ৫ হাজার ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ, সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 06, 2023 | 11:49 AM

Daily COVID Case: গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশের কোভিড সংক্রমণ শেষ বার ৫ হাজার ছাড়িয়েছিল। ২৩ সেপ্টেম্বরের পর ৫ হাজারের নীচে নেমে গিয়েছিল।

Coronavirus: ৫ হাজার ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ, সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ
ফের করোনা আতঙ্ক বাড়ছে।

Follow Us

নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ (COVID-19 cases)। গত কয়েক সপ্তাহ ধরে বাড়তে বাড়তে বৃহস্পতিবার তা পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। যা গতকালের থেকে প্রায় ২০ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশের কোভিড সংক্রমণ শেষ বার ৫ হাজার ছাড়িয়েছিল। ২৩ সেপ্টেম্বরের পর ৫ হাজারের নীচে নেমে গিয়েছিল। তার পর থেকে তা কমতে শুরু করে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তা ফের বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। দেশে এখন সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা হয়েছে ২৫ হাজার ৫৮৭ জন।

দেশের দৈনিক সংক্রমণ গত সপ্তাহের থেকে প্রায় ২০ শতাংশ বেড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৬ জন সুস্থ হয়ে উঠেছে। সব মিলিয়ে গোটা অতিমারি পর্বে দেশে ৪.৪৭ কোটি আক্রান্তের মধ্যে ৪.৪১ কোটি সুস্থ হয়েছেন। দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এর পাশাপাশি সংক্রমণের বৃদ্ধি দৈনিক সংক্রমণের হারও বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) ৩.৩২ শতাংশে পৌঁছে গিয়েছে। কেরল, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত, দিল্লি, হিমাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। তামিলনাড়ুতেও তা ধারাবাহিক ভাবে বাড়ছে।

সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় চিন্তা বাড়ছে প্রশাসন। সক্রিয় রোগী যত বাড়বে, তার একটা বড় অংশকে হাসপাতালে ভর্তি হতে পারে। পরিস্থিতির মোকাবিলায় হাসপাতালের কোভিড ওয়ার্ডগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় জানিয়েছেন, সরকারি হাসপাতালগুলিতে কোভিড রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ শয্যা, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য ক্রিটিকাল কেয়ার পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে।

Next Article