নয়াদিল্লি: পর পর ২ দিন দেশের দৈনিক কোভিড সংক্রমণ ৬ হাজার ছাড়িয়ে গেল। সাড়ে ৬ মাসেরও বেশি সময় পর শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথম বার ৬ হাজার ছাড়ায়। শনিবার তা আরও বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক পজিটিভিটি রেট অনেকটাই বেড়েছে। গত কয়েক দিন তা সাড়ে ৩ শতাংশের আশপাশে থাকলেও শনিবার তা হয়েছে ৫.৬৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, সাপ্তাহিক পজিটিভিটি রেট রয়েছে ৩.৪৭ শতাংশে। ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে জন্য সজাগ রয়েছে কেন্দ্র। গতকালই সব রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবীয়। কোভিড নিয়ন্ত্রণে মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।
মার্চের মাঝামাঝি সময় থেকেই দেশে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে। এক সময় কোভিডে মৃত্যু শূন্যতেও নেমে গিয়েছিল। এখন আবার বিভিন্ন রাজ্যে মৃত্যুর ঘটনা সামনে আসছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। এর জেরে গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯৫৪ জনের।
কেরলে দেশের মধ্যে সবথেকে বেশি রোজ আক্রান্ত হচ্ছেন। মহারাষ্ট্রেও সংক্রমণ বাড়ছে। কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, হিমাচল প্রদেশের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে। বাকি রাজ্যগুলিতে সংক্রমণ বাড়লেও তা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে দৈনিক সংক্রমণের বৃদ্ধি দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়িয়েছে। শনিবার তা ৩০ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ৩১ হাজার ১৯৪ জন।