COVID in India: ৪০ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, মৃত্যু ১৪ জনের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Mar 30, 2023 | 11:31 AM

Daily COVID Cases: দৈনিক আক্রান্ত লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় দৈনিক পজিটিভিটি রেটও বেড়েছে। তা পৌঁছে গিয়েছে ২.৭৩ শতাংশে। এর জেরে সাপ্তাহিক পজিটিভিটি রেট পৌঁছেছে ১.৭১ শতাংশে।

COVID in India: ৪০ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, মৃত্যু ১৪ জনের
করোনা সংক্রমণ বাড়ছে।

Follow Us

নয়াদিল্লি: দেশের দৈনিক কোভিড সংক্রমণ গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬ জন। যা বুধবারের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। দৈনিক আক্রান্ত লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় দৈনিক পজিটিভিটি রেটও বেড়েছে। তা পৌঁছে গিয়েছে ২.৭৩ শতাংশে। এর জেরে সাপ্তাহিক পজিটিভিটি রেট পৌঁছেছে ১.৭১ শতাংশে। রোজ এখন যত জন সুস্থ হচ্ছেন, তার থেকে আক্রান্ত হচ্ছে বেশি। এর জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছে ১ হাজার ৫০৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৪ জনের। বুধবারই কোভিড পরিস্থিতির পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত এক সপ্তাহের বেশি সময় ধরেই দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নাগালের বাইরে না গেলেও যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু জেরে দেশে গোটা অতিমারি পর্বের মোট প্রাণ হারালেন ৫ লক্ষ ৩০ হাজার ৮৬২ জন। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, দিল্লিতে ২ জনের, হিমাচল প্রদেশে এক জনের এবং কেরলে ৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, গুজরাত, হিমাচল প্রদেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দিল্লিতেও গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজধানীতে দৈনিক সংক্রমণ ৩০০ ছাড়িয়েছে। ১৬ জানুয়ারি যা দিল্লিতে শূন্য হয়ে গিয়েছিল। এই পাশাপাশি মহারাষ্ট্রের মুম্বই, ঠাণে, পুণে, সাঙ্গলির মতো এলাকায় দৈনিক সংক্রমণ গত কয়েক দিনে অনেকটাই বেড়েছে।

Next Article