লুধিয়ানা: আজব ঘটনার সাক্ষী থাকল পঞ্জাবের লুধিয়ানা (Ludhiana)। বোনকে বিয়ে (Married) করলেন দিদি। ঘটনায় তাজ্জব বহু মানুষ। তবে তাদের বিয়ে হয়েছে বেশ নিয়ম করেই। মালাবদল করেছে একই লিঙ্গের দুজন। অনেক দিন থেকেই প্রেম চলছিল দুজনের। তবে বাড়ির সম্মতি না থাকায় এতদিন বিয়ে হয়নি।
শেষমেশ মেনে নিয়েছে পরিবারের লোকজন। তাই আর বাধা কোথায়! দুই পরিবারের উপস্থিতিতেই দুই বোনের বিয়ে সম্পন্ন হল। একজনের চুল ছোট অপরজনের চুল বড়। বিয়েতে মঙ্গলসূত্র পরানো থেকে শুরু করে সিঁদুর দান কিছুই বাদ যায়নি। ইতিমধ্যেই এই অভিনব বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
দুই সমকামীর বিয়েতে সুপ্রিম কোর্টের মত থাকলেও সামাজিক ভাবে এখনও সিলমোহর পড়েনি। কিন্তু পুরহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই বিয়ে করলেন দুই বোন। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে দুজনেরই গলায় মালা। পাশে দাঁড়িয়ে আছে এক ভাই। গ্রামের পঞ্চায়েত লালা সিং তাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন।
লাল সিং জানিয়েছেন, প্রথমে এই সম্পর্ক ভাল চোখে দেখেনি স্থানীয় লোকজন। কিন্তু পরিবার মেনে নয় বলে পরে এলাকাবাসীরাও মেনে নিয়েছে। পুলিশকে জানানো হলেও দুজন প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়েতে নাক গলায়নি পুলিশ। আরও পড়ুন: