Covid-19: আট মাস নিশ্চিন্ত থাকার পর আবার করোনা! আক্রান্ত খোদ বিজেপি কাউন্সিলর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 21, 2023 | 2:37 PM

Fresh Covid case in Ghaziabad after 8 months: আট মাস ধরে জেলায় একটিও করোনা সংক্রমণের ঘটনা ছিল না। কিন্তু, আর নিশ্চিন্ত থাকার উপায় নেই। কোভিড পজিটিভ শনাক্ত হলেন খোদ বিদেপি কাউন্সিলর। তবে তিনি কোভিডের নয়া রূপভেদে আক্রান্ত কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Covid-19: আট মাস নিশ্চিন্ত থাকার পর আবার করোনা! আক্রান্ত খোদ বিজেপি কাউন্সিলর
বিজেপি কাউন্সিলর আক্রান্ত, ফিরল করোনা
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: কোভিড-১৯-এর নয়া ভেরিয়েন্ট জেএন.১ (JN.1) নিয়ে ক্রমে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে, প্রায় আট মাস পর উত্তর প্রদেশের গাজিয়াবাদে ফের নতুন করে কোভিড সংক্রমণের খবর এলে। করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী। করোনার নয়া রূপভেদের আবির্ভাবের পর, দেশের বিভিন্ন অঞ্চলেই ফের কোভিড সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। গাজিয়াবাদের ঘটনা বিজ্ঞানীদের উদ্বেগ আরও বাড়াল। এর থেকে বোঝা যাচ্ছে, যে অঞ্চলগুলিতে দীর্ঘদিন ধরে একটিও কোভিড মামলা নেই, সেখানকার বাসিন্দারা্ও আর নিরাপদ নন। ওমিক্রনের মতোই ভয়ঙ্কর গতিতে সংক্রামিত হয় কোভিডের এই নয়া রুপটি। তাই, নিশ্চিন্ত থাকার উপায় আর নেই।

জানা গিয়েছে, বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী গাজিয়াবাদের শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা। তাঁর পরিবার সম্প্রতি দুবাই থেকে পিরেছিল। সন্দেহ করা হচ্ছে, সম্ভবত বাইরে থেকেই তাঁরা কোভিড আক্রান্ত হয়েছেন। অমিত ত্যাগী কোভিড পিজিটিভ শনাক্ত হওয়ার পর, এখন তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হবে। অমিত ত্যাগী করোনার নয়া রুপভেদেই আক্রান্ত কিনা, তা জানার জন্য উত্তর প্রদেশ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য আইসিএমআর-এর ল্যাবে পাঠানো হবে।

বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯-এর সাব-ভেরিয়েন্ট জেএন.১-এর মোট ২১টি ঘটনার কথা জানা গিয়েছে। শুধু গোয়াতেই এই নয়া রূপভেদে আক্রান্তের সংখ্যা ১৯। বাকি দুজন কেরল এবং মহারাষ্ট্রের। গত কয়েক সপ্তাহে গোটা বিশ্বে সবথেকে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রনের তুতোভাই, করোনার এই নয়া রূপভেদ। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, এই নয়া স্ট্রেনটি মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। তবে, বিশ্বব্যাপী ফের জনস্বাস্থ্যগত বিপর্যয় নেমে আসার ঝুঁকি কম বলেই এখনও পর্যন্ত মনে করছে রাষ্ট্রপুঞ্জের এই সংস্থা। বিশ্ব সংস্থার অনুমান, করোনার এই রূপভেদটি শীতের মরসুমে অন্যান্য ভাইরাল এবং ব্যাকটেরিয়াগত সংক্রমণের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন দেশে খেল দেখাতে পারে।

ইতিমধ্যেই চিন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি দেশে এইনয়া রূপভেদ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ায় ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে, কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। সামনেই ক্রিসমাস। বহু মানুষই ছুটি কাটাতে রাস্তায় বের হবেন। এর মধ্যে ফের করোনার বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নতুন করে স্বাস্থ্যবিধি চালু করে, করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র। নিয়ে যে সকল রোগীদের শ্বাসযন্ত্রের সমস্যা দেখা যাচ্ছে, তাদের পর্যবেক্ষণে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

Next Article