
২০২২ সালের শেষ লগ্নে ফের সারা বিশ্বে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। চিনে জ়িরো কোভিড নীতি প্রত্যাহারের পরই দারুণ ভাবে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। হাসপাতাল-ক্লিনিকগুলিতে আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না। শুধু চিন নয়, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম-সহ বিশ্বের বিভিন্ন দেশেই ফের বাড়ছে সংক্রমণ। ভারতে পরিস্থিতি অন্যরকম হলেও, কোভিড মোকাবিলার প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না ভারত। বুধবারই (২২ ডিসেম্বর), ভারতের কোভিড মোকাবিলা প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৃহস্পতিবার, একই ধরণের একটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পাশাপাশি ভারতের কোভিড প্রস্তুতির বিষয়ে লোকসভাকে অবহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিড-১৯ মহামারি সংক্রান্ত ভারত ও বিশ্বের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন এখানে –
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের হাসপাতালে কোভিড-১৯ মক ড্রিল খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডা. ভারতী প্রবীণ পাওয়ার।
Andaman & Nicobar Islands | Dr Bharati Pravin Pawar, MoS Health and Family Welfare inspected and reviewed the COVID-19 preparedness Mock Drill at GB Pant Hospital, Port Blair. pic.twitter.com/mWUt4eROJ3
— ANI (@ANI) December 27, 2022
চিন থেকে আগত সকলের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল জাপান সরকার। দেশে কোভিড মোকাবিলায় একথা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী।
করোনা ভাইরাসের অন্য প্রজাতির তুলনায় নতুন ভ্যারিয়ান্ট BF.7-এর তীব্রতা কম এবং দ্রুত সংক্রামক নয় বলে জানালেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী। তবে শিশু, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের জন্য এটা গুরুতর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ভারত বায়োটেকের তৈরি ন্যাসাল ভ্যাকসিনের দাম কত হতে পারে, তা প্রকাশ্যে এসেছে। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে কত খরচ হতে পারে জানতে ক্লিক করুন নীচের লিঙ্কে-
Nasal Vaccine Price: ভারত বায়োটকের ন্যাসাল টিকা মিলবে জানুয়ারিতেই, দাম কত হবে জানেন?
ঝুঁকি এড়াতে এবার দ্বিতীয় বুস্টার ডোজ় অনুমোদনের আবেদন জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে বৈঠকেই এই আবেদন জানিয়েছেন IMA-র বিশেষজ্ঞরা।
বিস্তারিত পড়ুন: Booster Dose: ‘দ্বিতীয় বুস্টার ডোজের অনুমোদন দিন’, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন IMA-র
কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে লখনউয়ের বলরামপুর হাসপাতাল ঘুরে দেখলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
Uttar Pradesh | Deputy CM Brajesh Pathak
reviewed mock drill to ensure Covid management preparedness at Balrampur hospital in Lucknow. pic.twitter.com/24iiDWvr4e— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 27, 2022
জম্মুর গান্ধী নগরে কোভিড ম্যানেজমেন্টের প্রস্তুতি খতিয়ে দেখতে এমসিএইচ হাসপাতালে কোভিড মহড়া।
J&K | Mock drill to ensure Covid management preparedness is conducted at (MCH) Hospital, Gandhi Nagar in Jammu. pic.twitter.com/fatuRKj33V
— ANI (@ANI) December 27, 2022
কোভিডের জন্য প্রস্তুতি খতিয়ে দেখতে হায়দরাবাদের গান্ধী হাসপাতালে কোভিড মহড়া হচ্ছে।
Telangana | Mock drill, to check covid preparedness, being conducted at Gandhi Hospital in Hyderabad.
We are checking our preparedness, if at all, covid cases increase in the state: Supt Raja Rao pic.twitter.com/9n8fzREbk7
— ANI (@ANI) December 27, 2022
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, “দেশে যাতে কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী না হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সচেতন থাকতে বলেছেন। যদি কোনওভাবে কোভিড সংক্রমণ মাথাচাড়া দিয়ে ওঠে তার জন্য সরকারও প্রস্তুতি নিচ্ছে। সাধারণ মানুষ যাতে যথাযথ চিকিৎসা পায় তাই প্রস্তুতি খতিয়ে দেখতে দেশের বিভিন্ন হাসপাতালে আজ মহড়া চালানো হচ্ছে।”
To make sure there isn’t Covid surge in country, PM Modi has asked us to be careful. Govt is also preparing, if at all covid cases increase. Today mock drills are conducted across covid hospitals in the country to make sure people get proper treatment: Union Health min Mandaviya pic.twitter.com/xvoof6PaGL
— ANI (@ANI) December 27, 2022
কোভিড নিয়ে হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখতে দিল্লির সফদারাজং হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
Delhi | Union Health Minister Mansukh Mandaviya visits Safdarjung Hospital to review Covid Mock drill.
Mock drills are being conducted today across the country at all COVID hospitals. pic.twitter.com/4OrorSZyCu
— ANI (@ANI) December 27, 2022
কোভিড আতঙ্কের মাঝে অক্সিজেনের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে হায়দরাবাদের সরকারি হাসপাতালে ৩২৪ টন ক্ষমতা সম্পন্ন অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। গোলকোন্ডা এলাকার হাসপাতালে কোভিড মহড়ার আয়োজন করা হল এ দিন।
দুয়ারে করোনার হাতছানি। পরিকল্পনা মতোই কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মহড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিন, জাপান সহ বিশ্বের একাধিক দেশের মতো ভারতে কোভিড সংক্রমণ মাথা চাড়া দিয়ে উঠলে তা সামলানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা যাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় থাকে তা আগে থেকেই নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। তাই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে আইসোলেশন সেন্টার, অক্সিজেন, হাসপাতালের শয্যা প্রস্তুত রাখা সহ চিকিৎসার বিভিন্ন বিষয় প্রস্তুত রাখতে বলা হয়েছে। এদিন সেই মহড়াই হবে দেশ জুড়ে।
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ জন বিদেশ ফেরত যাত্রীর কোভিড নমুনা পজ়িটিভ এসেছে। তাঁদের মধ্যে একজন চিন থেকে এসেছেন।
বিস্তারিত পড়ুন: Covid-19: ভারতে ফের বিএফ.৭-র চোখ রাঙানি? চিন ফেরত এক যাত্রী সহ ১১ জন যাত্রী কোভিড পজ়িটিভ
বিশ্বের একাধিক দেশের করোনা পরিস্থিতি ভয় ধরাচ্ছে। এই আবহে আগেভাগেই সতর্ক কেন্দ্র। তাই নিউ ইয়ারে উদযাপনের জন্য নয়া নির্দেশিকা জারি করল কর্নাটকের সরকার। আগেই রেস্তোরাঁ, থিয়েটার, সিনেমা হল, পাব, স্কুল ও কলেজের মতো বদ্ধ জায়গায় মাস্ক পরার ক্ষেত্রে কড়াকড়ি করেছিল সরকার। সেই নিয়মই বহাল থাকছে নতুন বছরের উদযাপনের জন্যও। রাত ১ টা পর্যন্ত উদযাপন করতে পারবেন কর্নাটকের বাসিন্দারা। তবে এই কোভিড বিধিগুলি মেনে চলতে হবে।
কলকাতায় হদিশ মিলল কোভিড পজিটিভ বিদেশ ফেরত মহিলার। রবিবার গভীর রাতে ওই মহিলা কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন। র্যানডম টেস্টেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি।
করোনা (COVID-19) নিয়ে ফের বাড়ল চিন্তা। বিদেশ ফেরত চার যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ (COVID Positive Report)আসল। সোমবার বিহারের গয়া বিমানবন্দরে বিদেশ থেকে আগত চার যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষায় (RT-PCR Test) করোনা রিপোর্ট পজেটিভ আসে। আপাতত ওই চারজন যাত্রীদের একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে, বিদেশ ফেরত চার যাত্রীদের মধ্যে একজন মায়ানমার, একজন থাইল্যান্ড ও দুইজন ইংল্যান্ড থেকে এসেছেন। তারা সকলেই বৌদ্ধগয়ায় এসেছিলেন।
বর্ষশেষে হঠাৎ চিনে এই করোনা বিস্ফোরণের কারণ হিসাবে দায়ী করা হচ্ছে ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭-কে। এই নয়া ভ্যারিয়েন্টের প্রভাবেই চিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া লাখ ছাড়িয়ে কোটিতে পৌঁছেছে। পাশাপাশি জিরো কোভি নীতি শিথিল করাতেও বাড়ছে সংক্রমণ। দেশজুড়ে ক্রমবর্ধমান এই সংক্রমণের প্রভাবে বাড়ছে মৃতের সংখ্যাও। শশ্মানগুলিতে দেহ রাখার জায়গাটুকুও হচ্ছে না বলেই দাবি। যদিও চিনা সরকারের তরফে এই মৃত্যুর দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে না। সম্প্রতিই করোনায় মৃতদের চিহ্নিতকরণের নিয়মে পরিবর্তন আনে জিনপিং সরকার। জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যা যাদের হার্ট ফেলিওরে মৃত্যু হবে, একমাত্র তাদেরই করোনায় মৃত বলে গণ্য করা হবে।
বেড তো দূরর কথা, হাসপাতালের মেঝেতেও তিল ধারণের জায়গা নেই। যত রোগীর চাপ বাড়ছে, ততই বেহাল অবস্থা হচ্ছে হাসপাতালগুলির (Hospital)। রীতিমতো ধুঁকছে চিনের স্বাস্থ্য পরিকাঠামো (China Health Care System)। লাগামছাড়া করোনা সংক্রমণ (COVID-19) বাড়তেই হাসপাতালগুলির এমন অবস্থা হয়েছে যে রোগীদের হাসপাতালের বাইরের বেঞ্চেও জায়গা করে দেওয়া হচ্ছে। এমন দৃশ্য়ই ধরা পড়েছে চিনের হেবেই প্রদেশে। সেখানের স্বাস্থ্য় পরিকাঠামো এতটাই ভেঙে পড়েছে যে করোনা আক্রান্ত রোগীদের আর হাসপাতালে জায়গা হচ্ছে না। ফিরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত রোগীদের। যাদের অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাদের হাসপাতালের করিডরে রাখা বেঞ্চে বা মেঝেতে বিছানা করে চিকিৎসা চলছে।
বিস্তারিত পড়ুন: China COVID-19: উপচে পড়ছে ICU, গুরুতর অসুস্থদের ঠাঁই সোজা শশ্মানে, করোনায় ভয়ঙ্কর অবস্থা চিনে
বছর শেষের দিকে যতই এগিয়ে যাচ্ছে, ততই আতঙ্ক বাড়ছে করোনা (COVID-19) নিয়ে। চিন, জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়ায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্রও। সাধারণ জনগণকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ যাবতীয় করোনাবিধি ফের একবার অনুসরণ করতে বলা হয়েছে। তবে করোনা নিয়ে এখনও হুঁশ ফিরছে না জনগণের। সেই কারণেই কঠোর নিয়ম জারি করা হল প্রশাসনের তরফে। হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বাধ্যতামূলক করা হল মাস্ক (Mask) পরার নিয়ম। রাজ্যে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে হিমাচল প্রদেশের স্বাস্থ্য দফতরের তরফে।
বিস্তারিত পড়ুন: মাস্ক পরা বাধ্যতামূলক, বর্ষশেষে পর্যটকদের ভিড় বাড়তেই কড়া প্রশাসন
চিনে বর্তমানে করোনভাইরাসের বিফ.৭ (BF.7) উপরূপের যে তীব্রতা দেখা যাচ্ছে, ভারতের এর প্রভাব ততটা গুরুতর নাও হতে পারে। কারণ, ভারতীয়দের ইতিমধ্যেই ‘হার্ড ইমিউনিটি’ বা গোষ্ঠী অনাক্রম্যতা তৈরি হয়ে গিয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) আশ্বস্ত করলেন সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি বা সিসিএমবির ডিরেক্টর বিনয় কে নন্দিকুরি।
রবিবার আগ্রার এক ৪০ বছর বয়সী ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। অতি সম্প্রতি তিনি চিনে গিয়েছিলেন। ফলে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে কোভিড-১৯-এর নয়া উপরূপ বিএফ.৭ সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে।
করোনা (COVID-19) নিয়ে বাড়ছে উদ্বেগ। চিন সহ একাধিক দেশে ক্রমশ বাড়ছে সংক্রমণ। ভারতেও বাড়তে পারে সংক্রমণ, এই চিন্তাতেই রাজ্য়গুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তরফে। বিগত দুই বছরে করোনার একের পর এক ঢেউ যখন আছড়ে পড়েছিল, সেই সময় সংক্রমণ রুখতে যে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেগুলিকেই ফের একবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী মঙ্গলবার, ২৭ ডিসেম্বর থেকে হাসপাতালগুলিতে মক ড্রিল (Mock Drill) শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিড হাসপাতাল সহ সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই মক ড্রিল করা হবে।
বিস্তারিত পড়ুন: বছর শেষেই হাসপাতালগুলিতে শুরু মক ড্রিল, করোনা রুখতে কী কী প্রস্তুতি নিচ্ছে সরকার?
করোনা সংক্রমণের (COVID-19) উৎপত্তি চিন (China) থেকে। সে দেশ থেকেই বাকি দেশেও ছড়িয়ে পড়ে এই মারণ সংক্রমণ। বিগত দুই বছর ধরে ক্রমাগত লড়াই চলেছে করোনা সংক্রমণের বিরুদ্ধে। কিন্তু বছর শেষে ফের একবার ফিরে এসেছে করোনার আতঙ্ক। চিনে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। আর সংক্রমণ বাড়তেই ফের পুরনো রূপে ফিরছে চিন। করোনা সংক্রমণের শুরুতে যেমন করোনার তথ্য লুকিয়েছিল চিন, ফের একবার সেই পন্থাই অনুসরণ করছে। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের (China National Health Commission) তরফে জানানো হয়েছে, এবার থেকে আর করোনা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হবে না।
বর্ষশেষে আতঙ্ক হয়ে ফিরে এসেছে করোনা (COVID-19)। চিনে (China) হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষ পার করে কোটিতে পৌঁছেছে। করোনায় একদিনে মৃতের সংখ্যাও হাজার পার করে গিয়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেই আরও এক বিপদের মেঘ ঘনিয়েছে চিনের উপরে। বিভিন্ন হাসপাতালে দেখা দিচ্ছে রক্তের অভাব (Blood Crisis)। বহু রোগী প্রাণও হারাচ্ছেন এই সঙ্কটের কারণে।
বিস্তারিত পড়ুন: China Blood Crisis: ধুঁকছে রোগীরা, সাহায্য করতে পারছেন না চিকিৎসকরা, করোনার মাঝেই আরও এক নতুন বিপদ চিনে
বুস্টার ডোজ হিসাবে ন্যাজাল ভ্যাকসিন কতটা দেওয়া উচিত, তার মাত্রা ঠিক করে দিল কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন দেশজুড়ে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে। চারফোঁটা করে মোট আটফোঁটা এই ন্যাজল ভ্যাকসিন দিতে হবে। প্রতি ডোজের মাত্রা থাকবে ০.৫ মিলিলিটার।
বিস্তারিত পড়ুন: বুস্টার ডোজ হিসাবে ন্যাজাল ভ্যাকসিনের মাত্রা ঠিক করে দিল কেন্দ্র
যাঁরা চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে যাঁরা এদেশে আসছেন, তাঁদের RT PCR টেস্ট বাধ্যতামূলক। কারও রিপোর্ট পজিটিভ এলে কোভিড প্রোটোকল মেনে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করা হবে।
বিস্তারিত পড়ুন: আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরৎ যাত্রীদের RT PCR টেস্ট বাধ্যতামূলক, নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের
বেজিং: ভয়ঙ্কর আকার নিচ্ছে চিনের (China) করোনা সংক্রমণ (COVID-19)। দিন-প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। লাগামছাড়া সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে সে দেশের সরকার। কীভাবে সংক্রমিতের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যাবে, তা ভেবে কূল পাচ্ছে না চিন। এই পরিস্থিতিতেই আরও ভয়ের বার্তা শোনাল চিন সরকারের শীর্ষ স্বাস্থ্য মহল। চলতি সপ্তাহেই সে দেশে দৈনিক প্রায় ৩৭ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি ৭০ লক্ষের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে দাবি।
বিস্তারিত পড়ুন: China COVID-19: একদিনেই করোনা আক্রান্ত সাড়ে ৩ কোটির বেশি! রীতিমতো ভয় ধরাচ্ছে চিনের তথ্য
Goa | We are alert but no restrictions will be imposed, 2% of the international passengers are tested for genome sequencing. We have also alerted the officials in the meeting to be prepared before the mock drill on Dec 27: Goa CM Pramod Sawant on meeting with state officials pic.twitter.com/K4T0p5RLAe
— ANI (@ANI) December 23, 2022
চলতি সপ্তাহে একদিনে ৩ কোটি ৭০ লক্ষ করোনাভাইরাস কেস রিপোর্ট করতে পারে বলে দাবি করা হয়েছে ব্লুমবার্গের এক প্রতিবেদনে। চিন সরকারের শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষই এই অনুমান করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
কোভিড পরিস্থিতি মোকাবিলা নিশ্চিত করার জন্য সব রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য কোভিড পরীক্ষা এবং নজরদারি বাড়াতে এবং চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখা নিশ্চিত করতে বলেছিলেন।
ভারতের কয়েকজনের দেহে করোনা ভাইরাসের নয়া প্রজাতির হদিশও মিলেছে। যা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দেশে। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর (IIT কানপুর)। সংস্থার দাবি, দেশের মোট জনগণের ৯৮ শতাংশের করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। তাই প্যানিক করার দরকার নেই।
বিস্তারিত পড়ুন: Covid-19: দেশের জনগণের ৯৮ শতাংশের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, দাবি বিশেষজ্ঞের
বর্ষশেষে ফের একবার উদ্বেগ বাড়ছে করোনা নিয়ে। চিনে হু হু করে বাড়ছে করোনা। আশেপাশের দেশেও ছড়িয়ে পড়ছে সেই করোনা সংক্রমণ। ভারতেও যাতে ফের একবার করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য অতি তৎপর কেন্দ্র। একের পর এক বৈঠকে বসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা নিয়ে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্য়েই জল্পনা শুরু হয়েছে, ফের কি বাধ্যতামূলক করা হবে মাস্ক পরার নিয়ম? ইতিমধ্যেই করোনা নিয়ে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সকলেই মাস্ক পরার অনুরোধ করেছেন। তবে সূত্রের খবর, আপাতত মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক করা হবে না। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, যাবতীয় করোনাবিধি অনুসরণ করতে বলা হলেও, এখনই কোনও নিয়ম বাধ্যতামূলক করা হবে না।
বিস্তারিত পড়ুন: বাধ্যতামূলক করা হবে সর্বত্র মাস্ক পরার নিয়ম? স্বাস্থ্য মন্ত্রক জানাল এই কথা
করোনা (COVID-19) পরিস্থিতি নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। চিনে (China) ভয়াবহ রূপ নিয়েছে করোনা সংক্রমণ। সে দেশে প্রতিদিনই প্রায় লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে হাজার হাজার মানুষের। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও। চিনের মতো ভারতেও যাতে করোনা ভয়াবহ আকার ধারণ না করে, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাস্ক পরা থেকে শুরু করে যাবতীয় করোনাবিধি ফের একবার অনুসরণ করার কথা বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে করোনা পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome Sequencing) উপরেও। এই পরিস্থিতিতেই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। আজ দুপুরে এই বৈঠক হওয়ার কথা।
২০০০ কিলোমিটার পার করে রাজধানী দিল্লির প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। আগামিকাল, শনিবারই দিল্লিতে প্রবেশ করার কথা কংগ্রেসের এই বিশাল পদযাত্রার। কিন্তু রাজধানীতে প্রবেশের আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। দেশেও যেকোনও মুহূর্তেই আছড়ে পড়তে পারে করোনার ঢেউ। এই পরিস্থিতিতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়েই উঠেছে প্রশ্ন। কংগ্রেসের এই বিশাল পদযাত্রায় করোনাবিধি অনুসরণ করা হচ্ছে না, এমনটাই অভিযোগ।
বিস্তারিত পড়ুন: কড়া সতর্কতা করোনা নিয়ে, আদৌই কি দিল্লিতে ঢুকতে পারবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা?
আবার ফিরে আসছে মাস্ক (Mask) পরার নিয়ম। চিনের করোনা পরিস্থিতি (China COVID-19 Situation) যত জটিল হয়ে উঠছে, ততই উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। পাশাপাশি উদ্বিগ্ন রাজ্যগুলিও। বিশেষত যে রাজ্যগুলিতে আন্তর্জাতিক যাত্রীদের আনাগোনা বেশি, সেই রাজ্যগুলিতেই নয়া ভ্যারিয়েন্টের করোনা সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। এই পরিস্থিতিতেই বড় ঘোষণা করল কর্নাটক সরকার (Karnataka)। জানানো হল, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বদ্ধ জায়গায় ও এয়ার কন্ডিশনড রুমগুলিতে সর্বক্ষণ মাস্ক পরা বাধ্যতামূলক করা হতে পারে।
বিস্তারিত পড়ুন: বদ্ধ জায়গায় পরতেই হবে মাস্ক, এই রোগ থাকলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা, জারি নয়া নির্দেশিকা
ভারতে আগত সমস্ত আন্তর্জাতিক উড়ান যাত্রীদের তাদের দেশের নিয়ম মেনে টিকার সম্পূর্ণ ডোজ় নিতে হবে। কোভিড-১৯ উপসর্গ থাকলে সেই যাত্রীকে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করা হবে। চিকিত্সার জন্য তাদের আইসোলেশনে পাঠানো হবে। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ের সময় কোনও যাত্রীর উপসর্গ ধরা পড়লে তাকে অবিলম্বে বিচ্ছিন্ন করা হবে যে কোনও উড়ানের মোট যাত্রীর দুই শতাংশের বিমানবন্দরে কোভিড পরীক্ষা করা হবে। কোভিড পজিটিভ হলে তাদের নমুনা ইনসাকগের ল্যাবরেটরিতে জিনোমিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ১২ বছরের কম বয়সী বাচ্চাদের অবশ্য কোভিড পরীক্ষা করা হবে না।
বৃহস্পতিবার থেকে কোভিড পরীক্ষা ছাড়া তাজমহল প্রবেশ নিষিদ্ধ করা হল। আগ্রা জেলার স্বাস্থ্য তথ্য আধিকারিক অনিল সৎসঙ্গী বলেছেন, “স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে সংক্রমণের বিস্তার রোধে পরীক্ষা শুরু করেছে। সতর্কতা জারি থাকায়, সমস্ত দর্শনার্থীদের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।”
কোভিড-১৯’এর বিপদ এখনও শেষ হয়নি। কাজেই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর), কোভিড পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিমান বন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের ২ শতাংশর যথেচ্ছ কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
ভারতের বর্তমান কোভিড পরিস্থিতি এবং সংক্রমণ বৃদ্ধি রুখতে নেওয়া সতর্কতামূলক ব্যবস্থাগুলি সম্পর্কে লোকসভাকে অবহিত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এদিন থেকে সংসদে মাস্ক পরে আসা বাধ্যতামূলক করা হল। সাংসদদের মধ্যে মাস্ক বিতড়ন করতে দেখা যায় সংসদের কর্মীদের।