AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID-19 Mock Drill: বছর শেষেই হাসপাতালগুলিতে শুরু মক ড্রিল, করোনা রুখতে কী কী প্রস্তুতি নিচ্ছে সরকার?

COVID-19 Preparedness: স্বাস্থ্যকর্মীদের ফের একবার করোনা ম্যানেজমেন্ট নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, বিশেষ করে ভেন্টিলেটর ম্যানেজমেন্টের শিক্ষা দেওয়া হবে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও অন্যান্য অ্যাম্বুলেন্সের সংখ্যা কত, তাও খতিয়ে দেখা হবে।

COVID-19 Mock Drill: বছর শেষেই হাসপাতালগুলিতে শুরু মক ড্রিল, করোনা রুখতে কী কী প্রস্তুতি নিচ্ছে সরকার?
হাসপাতালে হবে মক ড্রিল। ছবি:PTI
| Edited By: | Updated on: Dec 25, 2022 | 7:03 AM
Share

নয়া দিল্লি: করোনা (COVID-19) নিয়ে বাড়ছে উদ্বেগ। চিন সহ একাধিক দেশে ক্রমশ বাড়ছে সংক্রমণ। ভারতেও বাড়তে পারে সংক্রমণ, এই চিন্তাতেই রাজ্য়গুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তরফে। বিগত দুই বছরে করোনার একের পর এক ঢেউ যখন আছড়ে পড়েছিল, সেই সময় সংক্রমণ রুখতে যে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেগুলিকেই ফের একবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী মঙ্গলবার, ২৭ ডিসেম্বর থেকে হাসপাতালগুলিতে মক ড্রিল (Mock Drill) শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিড হাসপাতাল সহ সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই মক ড্রিল করা হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনই করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনও কারণ না থাকলেও, আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে সরকারি হাসপাতালগুলিকে। মক ড্রিলে সমস্ত হাসপাতালগুলিতে কত সংখ্যক বেড রয়েছে, এরমধ্যে আইসোলেশন বেড কত, অক্সিজেন যুক্ত আইসোলেশন বেড, আইসিইউ বেড ও ভেন্টিলেটর সাপোর্টেড বেড কত রয়েছে, তা খতিয়ে দেখা হবে।  পাশাপাশি হাসপাতালে অক্সিজেন সরবরাহ কেমন, কতটা অক্সিজেন সংরক্ষণ করে রাখা সম্ভব, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কত সংখ্যক কর্মী রয়েছে, তার উপরেও বিশেষ জোর দেওয়া হবে। চিকিৎসক, নার্স, প্য়ারামেডিক, আয়ুষ চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ প্রথম সারির যোদ্ধাদের সংখ্যার হিসাব করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে জমা দেওয়া হবে।

স্বাস্থ্যকর্মীদের ফের একবার করোনা ম্যানেজমেন্ট নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, বিশেষ করে ভেন্টিলেটর ম্যানেজমেন্টের শিক্ষা দেওয়া হবে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও অন্যান্য অ্যাম্বুলেন্সের সংখ্যা কত, তাও খতিয়ে দেখা হবে। অ্যাম্বুলেন্স কল সেন্টারগুলি চালু রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

হাসপাতালের পাশাপাশি কোভিড টেস্টিং কেন্দ্রগুলিতে দৈনিক করোনা পরীক্ষা করার ক্ষমতা, আরটি-পিসিআর ও র‌্যাট কিট উপলব্ধ রয়েছে কি না, তাও মক ড্রিলে খতিয়ে দেখা হবে।