AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nasal Vaccine: বুস্টার ডোজ হিসাবে ন্যাজাল ভ্যাকসিনের মাত্রা ঠিক করে দিল কেন্দ্র

ভারত বায়োটেক নির্মিত এই ন্যাজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা যাবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার বড়দিনের প্রাক্কালে, শনিবার বুস্টার ডোজ হিসাবে ন্যাজাল ভ্যাকসিন কতটা দেওয়া উচিত, তার মাত্রা ঠিক করে দিল কেন্দ্র।

Nasal Vaccine: বুস্টার ডোজ হিসাবে ন্যাজাল ভ্যাকসিনের মাত্রা ঠিক করে দিল কেন্দ্র
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 4:11 PM
Share

নয়া দিল্লি: বর্ষশেষে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। নতুন করে করোনার ঢেউ মোকাবিলায় ইতিমধ্যে আরও একটি কোভিড টিকা, ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ভারত বায়োটেক নির্মিত এই ন্যাজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা যাবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার বড়দিনের প্রাক্কালে, শনিবার বুস্টার ডোজ হিসাবে ন্যাজাল ভ্যাকসিন কতটা দেওয়া উচিত, তার মাত্রা ঠিক করে দিল কেন্দ্র।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন দেশজুড়ে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে। চারফোঁটা করে মোট আটফোঁটা এই ন্যাজল ভ্যাকসিন দিতে হবে। প্রতি ডোজের মাত্রা থাকবে ০.৫ মিলিলিটার। এই মাত্রার ৮ ফোঁটা জোড নিলেই দেহে করোনা প্রতিরোধক রোগ ক্ষমতা গড়ে উঠবে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রকের।

প্রসঙ্গত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠেছে। ওমিক্রনের নয়া প্রজাতি BF.7 নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। চিনের করোনা সংক্রমণ ও মৃত্যুর হার তো নতুন করে গোটা বিশ্বকে ভয় দেখাতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলেও পাওয়া দিয়েছে করোনার এই নয়া প্রজাতি। ভারতেও ইতিমধ্যে ৪ জনের দেহে এই প্রজাতির হদিশ মিলেছিল। যদিও সংক্রমিত হওয়ার কয়েকদিনের মধ্যেই তাঁরা সকলে সুস্থ হয়ে গিয়েছেন। তবে আশপাশের দেশগুলির পরিস্থিতি দেখে আগাম সর্তকতা নিতে শুরু করেছে নয়া দিল্লি। ফের জমায়েত না করা, মাস্ক পরার বার্তা দেওয়ার পাশাপাশি বিমানবন্দরেও বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এদিন থেকেই আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এদিন থেকেই প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে RT PCR টেস্ট বাধ্যতামূলক করা হল। বিশেষত, যাঁরা চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে যাঁরা এদেশে আসছেন, তাঁদের RT PCR টেস্ট বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কারও রিপোর্ট পজিটিভ এলে কোভিড প্রোটোকল মেনে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করা হবে। এছাড়া কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে দেশে না হয়, তার জন্য এখন থেকে বিশেষ পরিকাঠামো গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রতিটি হাসপাতাল সহ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ যাতে পর্যাপ্ত থাকে, সেদিকে নজর দেওয়ার জন্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।