৪ টে বাজতেই হাজার হাজার মানুষের রেজিস্ট্রেশনের চেষ্টা, বিকল কো-উইনের সার্ভার

Apr 28, 2021 | 5:20 PM

১ মে থেকে টিকা নিতে পারবেন ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেকেই। তার আগে আজ থেকে শুরু রেজিস্ট্রেশন।

৪ টে বাজতেই হাজার হাজার মানুষের রেজিস্ট্রেশনের চেষ্টা, বিকল কো-উইনের সার্ভার
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: অপেক্ষা করছিলেন সবাই। এক দিকে করোনা সংক্রমণের ভয়ঙ্কর চেহারা, অন্য দিকে ভ্যাকসিন নিয়ে হয়রানি চলছে। তার মধ্যে টিকা নেওয়ার জন্য বিকেল ৪ টে বাজতেই কো-উইন অ্যাপে রেজিস্টার করতে উদগ্রীব হয়ে ওঠেন সবাই। আর তাতেই ঘটল বিপত্তি। ১৮ উর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়ার শুরুতেই বিপর্যস্ত হল কো-উইন অ্যাপের সার্ভার। এত বেশি মানুষ একসঙ্গে রেজিস্টার করার চেষ্টা করায় বিকল হয়ে গিয়েছে সার্ভার। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেকে টিকা নিতে পারবেন। দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যে কিছুদিন আগেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্র। আর তার জন্যই রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২৮ মার্চ, বুধবার থেকে। শুধু কো উইন অ্যাপ ও ওয়েবসাইট নয়, উমঙ্গ অ্যাপ, আরোগ্য সেতু অ্যাপেও প্রভাব পড়েছে। সেগুলিও কাজ করছে না। অ্যাপ খোলার চেষ্টা করলে স্ক্রিনে একটি মেসেজ ফুটে উঠছে, যাতে লেখা ‘সার্ভারে সমস্যা রয়েছে। দয়া করে পরে চেষ্টা করুন।’ এমন মেসেজ দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে সেই সমস্যার কথা জানিয়েছেন অনেকেই।

আরও পড়ুন: গণনা কেন্দ্রে প্রার্থী ঢোকায় কড়া নিয়ম, লাগবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট

কী ভাবে রেজিস্টার করবেন কো উইন অ্যাপে?

১. www.cowin.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার বা সাইন-ইন অপশনে ক্লিক করুন

২. মোবাইল নম্বর দিন ও ওটিপি পান

৩. ওটিপি দিয়ে মোবাইল নম্বরটি ভেরিফাই করুন।

৪. নাম, বয়স, ছবি-সহ একাধিক তথ্য দিতে হবে সেখানে।

৫. আপনার এলাকার পিন কোড দিন, জেলা ও রাজ্য বেছে নিন।

৬. পছন্দের টিকাকরণ কেন্দ্র বেছে নিন। সময় ও দিনক্ষণ দিয়ে কনফার্ম করুন।

Next Article