গাঁজা সহ গ্রেফতার CPM বিধায়কের ছেলে! পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে MLA বললেন…

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 29, 2024 | 12:48 PM

Arrest: এক আবগারি আধিকারিক বলেন, "থাকাজি ব্রিজের উপর থেকে একটি দলকে গ্রেফতার করা হয়। এদের সকলের কাছে গাঁজা ছিল। তাঁরা গাঁজা খাচ্ছিল। ধৃতদের কাছে অল্প পরিমাণ গাঁজা পাওয়া গিয়েছে বলে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।"

গাঁজা সহ গ্রেফতার CPM বিধায়কের ছেলে! পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে MLA বললেন...
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

তিরুবনন্তপুরম: গাঁজা নিয়ে গ্রেফতার বিধায়কের ছেলে। অভিযোগ অস্বীকার বিধায়কের। উল্টে চ্যালেঞ্জ করে বললেন, “অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ক্ষমা চাইতে হবে সকলকে।”

শনিবার কেরলের সিপিএম বিধায়ক ইউ প্রতিভার ছেলেকে গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, আলাপুজ়া জেলার কুট্টানাদের থাকাজ়ি ব্রিজ থেকে গাঁজা সহ ৯ যুবককে গ্রেফতার করে আবগারি বিভাগ। এদের মধ্যেই একজন সিপিএম বিধায়কের ছেলে। তাদের থানায় নিয়ে যাওয়া হয়। পরে জামিনে সকলেই মুক্তি পান।

এক আবগারি আধিকারিক বলেন, “থাকাজি ব্রিজের উপর থেকে একটি দলকে গ্রেফতার করা হয়। এদের সকলের কাছে গাঁজা ছিল। তাঁরা গাঁজা খাচ্ছিল। ধৃতদের কাছে অল্প পরিমাণ গাঁজা পাওয়া গিয়েছে বলে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।”

এদিকে, সিপিএম বিধায়ক ইউ প্রতিভা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কয়মকুলামের বিধায়ক ফেসবুক লাইভ করে দাবি করেন, তাঁর ছেলে গাঁজা সেবন করছিল না। বন্ধুদের সঙ্গে বসেছিল। তাঁকে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, “খবরটি ছড়িয়ে পড়তেই আমার কাছে লাগাতার ফোন আসছে। আমার ছেলে যখন বন্ধুদের সঙ্গে বসেছিল, তখন এক আবগারি আধিকারিক এসে প্রশ্ন করেন। কিন্তু খবরে দাবি করা হচ্ছে যে আমার ছেলে গাঁজা সহ গ্রেফতার হয়েছে। যদি এই খবর সত্যি হয়, তবে আমি ক্ষমা চাইব। কিন্তু যদি মিথ্যা হয়, তবে মি়ডিয়ার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।”

Next Article