AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাসে ৪ লক্ষ টাকা অনেক কম! আরও খোরপোশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সামির প্রাক্তন স্ত্রী

Mohammad Shami-Hasin Jahan Divorce: মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশে হাসিন সন্তুষ্ট নন। একাধিকবার তিনি এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগেও তিনি ১০ লক্ষ টাকা খোরপোশের দাবি করেছিলেন। এর মধ্যে ৭ লক্ষ টাকা নিজের ভরণপোষণের জন্য এবং ৩ লক্ষ টাকা তাঁদের মেয়ের ভরণপোষণের জন্য দাবি করেছিলেন।

মাসে ৪ লক্ষ টাকা অনেক কম! আরও খোরপোশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সামির প্রাক্তন স্ত্রী
ফাইল চিত্র।Image Credit: Instagram
| Updated on: Nov 08, 2025 | 1:12 PM
Share

 নয়া দিল্লি: ৪ লক্ষ টাকাতে পোষাচ্ছে না, আরও খোরপোশের দাবি করলেন হাসিন জাহান। সোজা দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের। হাসিন জাহানের আবেদনের ভিত্তিতে ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামিকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

২০১৪ সালে বিয়ে হয় মহম্মদ সামি ও হাসিন জাহানের। পরে তাঁদের মধ্যে সম্পর্ক তিক্ত হয় এবং বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। তাঁদের এই বিবাহ বিচ্ছেদ নিয়ে বিশাল জলঘোলা হয়েছিল। গার্হস্থ্য হিংসারও অভিযোগ এনেছিলেন হাসিন। আদালতে দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল। শেষে কলকাতা হাইকোর্টে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হয়। সেই সময় আদালতের তরফে মহম্মদ সামিকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশে হাসিন সন্তুষ্ট নন। একাধিকবার তিনি এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগেও তিনি ১০ লক্ষ টাকা খোরপোশের দাবি করেছিলেন। এর মধ্যে ৭ লক্ষ টাকা নিজের ভরণপোষণের জন্য এবং ৩ লক্ষ টাকা তাঁদের মেয়ের ভরণপোষণের জন্য দাবি করেছিলেন। হাসিনের বক্তব্য, সামি যেমন জীবনযাত্রায় চলেন, তাঁর ও তাঁর মেয়ের সেই ধরনের জীবনযাপনের জন্য এই টাকা প্রয়োজন। এবার সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। খোরপোশ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। পিটিশনে তিনি সামির বার্ষিক আয়েরও উল্লেখ করেছিলেন। ২০২১-২২ সালে আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী, বার্ষিক প্রায় ৪৮ কোটি টাকা আয় মহম্মদ সামির। রেঞ্জ রোভার, জাগুয়ার, মার্সিডিজ, টয়োটা ফরচুনার সহ একাধিক গাড়ি রয়েছে সামির, সে কথাও উল্লেখ করা হয়েছিল পিটিশনে।

ঠিক এই সময়েই হাসিন জাহানের পুরনো একটি সাক্ষাৎকার ফের ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল যে মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ অনেক কম। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিন জাহান বলেন, “সামির স্টেটাস, আয় ও জীবনযাত্রা যেমন, তাতে ৪ লক্ষ অনেক কম। আমি ১০ লক্ষ টাকা দাবি করেছিলাম, তাও ৭ বছর আগে। সব কিছুরই মূল্যবৃদ্ধি হয়েছে। আমি ক্যাভেট দাখিল করব, ইনশা আল্লাহ।”