ভাইয়ের সঙ্গেই কি না ‘অন্য’ সম্পর্ক, দিদির বিয়ের ৪ দিন পরই জামাইবাবুর লাশ খালে! তলে তলে হয়েছিল ‘আসল খেলা’

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 16, 2024 | 11:57 AM

Crime: বিয়ের চারদিন পর পায়েলকে বাপের বাড়ি থেকে আনতে যায় ভাবিক। কিন্তু দীর্ঘসময় কেটে গেলেও, খোঁজ পাওয়া যায়নি তাঁর। জামাইয়ের খোঁজে বের হন পায়েলের বাবা। রাস্তায় বেরিয়ে দেখেন, জামাইয়ের স্কুটার পড়ে রয়েছে। এরপরই বুঝতে পারেন অপহরণ হয়েছে ভাবিক।

ভাইয়ের সঙ্গেই কি না অন্য সম্পর্ক, দিদির বিয়ের ৪ দিন পরই জামাইবাবুর লাশ খালে! তলে তলে হয়েছিল আসল খেলা
ওই যুগল।
Image Credit source: X

Follow Us

গান্ধীনগর: সবেমাত্র চারদিন হয়েছে বিয়ের। নতুন জীবন শুরু করার আগেই শেষ হয়ে গেল। অপহরণ করে খুন করা হল যুবককে। তদন্তে নেমে পুলিশ তিন যুবককে আটক করে। জানতে পারে, তারা তো সুপারি পেয়ে অপহরণ ও খুন করেছিল। আসল মাথা অন্য কেউ। তদন্ত যত এগোল, পুলিশ ততই অবাক। শেষ পর্যন্ত যা জানতে পারল, তাতে স্তম্ভিত সকলে।

গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ভাবিকের সঙ্গে বিয়ে হয়েছিল গান্ধীনগরের পায়েলের। বিয়ের চারদিন পর পায়েলকে বাপের বাড়ি থেকে আনতে যায় ভাবিক। কিন্তু দীর্ঘসময় কেটে গেলেও, খোঁজ পাওয়া যায়নি তাঁর। জামাইয়ের খোঁজে বের হন পায়েলের বাবা। রাস্তায় বেরিয়ে দেখেন, জামাইয়ের স্কুটার পড়ে রয়েছে। এরপরই বুঝতে পারেন অপহরণ হয়েছে ভাবিক।

পুলিশে অভিযোগ জানাতে যায় দুই পরিবার। পুলিশ জানতে পারে, চারদিন আগেই বিয়ে হয়েছিল ভাবিকের। এতেই পুলিশের সন্দেহ বাড়ে। পুলিশ তদন্তে নেমে চেপে ধরে পায়েলকে। জেরায় ওই যুবতী স্বীকার করে যে সে অন্য কাউকে ভালবাসে। তাঁর খুড়তুতো ভাই কল্পেশের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু পরিবার মানবে না বলেই যুবতী অন্যত্র বিয়ে করে।

বিয়ের পরই প্রেমিক কল্পেশের সঙ্গে স্বামীকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক তিন যুবককে ভাড়া করে। পায়েল তাঁর স্বামীকে ফোন করে সে কোথায় আছে জানে। সেই লোকেশন বলে দেয় প্রেমিককে। এরপর সেই লোকেশন থেকেই তারা ভাবিককে অপহরণ করে। কল্পেশ গিয়ে ওই তিন যুবকের সাহায্য নিয়ে গলা টিপে খুন করে ভাবিককে। তারপর তাঁর দেহ একটি খালে ফেলে দেয়।  ঘটনায় ওই যুবতী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Next Article