চণ্ডীগড় : সদ্য শপথ গ্রহণ করেছে পঞ্জাবের আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মন্ত্রিসভা গঠনও হয়ে গিয়েছে। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ ১১ জন ক্যাবিনেট মন্ত্রীর নামেই রয়েছে অপরাধমূলক ঘটনার রেকর্ড। হলফনামা থেকেই এই রেকর্ডের তথ্য সামনে এসেছে। সোমবার নির্বাচনের অধিকার রক্ষা গ্রুপ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (Association for Democratic Reforms) জানিয়েছে যে, ১১ জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে সাতজন মন্ত্রীই নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। এই সাতজনের মধ্যে চার জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
পঞ্জাব ইলেকশন ওয়াচ এবং এডিআর (ADR) পঞ্জাবের মুখ্যমন্ত্রী সহ ১১ জনের হলফনামা বিশ্লেষণ করেছে। সেই হলফনামায় সাতজন মন্ত্রী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার উল্লেখ করেছেন বলে জানিয়েছে। যার মধ্যে চারজনের মামলা গুরুতর। এই ১১ জন মন্ত্রীর মধ্যে ৯ জন কোটিপতি এবং তাঁদের গড় সম্পত্তির মূল্য প্রায় ২.৮৭ কোটি টাকা।
মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হলেন হোশিয়ারপুরের ব্রাম শঙ্কর (জিম্পা)। তাঁর সম্পত্তির মূল্য় ৮.৫৬ কোটি টাকা। ভোয়া বিধানসভা কেন্দ্রের লাল চাঁদের রয়েছে সবচেয়ে কম সম্পত্তি। তাঁর সম্পত্তির পরিমাণ ৬.১৯ লক্ষ টাকা। নয়জন মন্ত্রী দায় ঘোষণা করেছেন। সর্বোচ্চ দায়বদ্ধ মন্ত্রী হলেন ব্রাম শঙ্কর। তাঁর ১.০৮ কোটি টাকা মূল্যের দায় রয়েছে। এডিআর সূত্রে জানা গিয়েছে, পাঁচজন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ১০ থেকে ১২ শ্রেণি অবধি। বাকিরা স্নাতক বা তার উপরে। ছয়জন মন্ত্রীর বয়স ৩১ থেকে ৫০ বছরের মধ্যে বলে ঘোষণা করেছেন। পাঁচজন মন্ত্রীর বয়স ৫১ এবং ৬০ বছর বলে জানিয়েছে এডিআর।
প্রসঙ্গত, শনিবার পঞ্জাবের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আপের দশজন বিধায়ক। এই দশজন হলেন হরপাল সিং চিমা, হরভজন সিং, ডক্টর বিজয় সিংলা, লাল চাঁদ, গুরমিত সিং মিট হায়ার, কুলদীপ সিং ধালিওয়াল, লালজিৎ সিং ভুল্লার, ব্রাম শঙ্কর জিম্পা, হারজোত সিং বেন্স এবং ডক্টর বালজিৎ কৌর। এর আগেই স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের পৈতৃক গ্রাম খটকার কালানে একটি অনুষ্ঠানে শপথ নিয়েছিলেন ভগবন্ত মান।
আরও পড়ুন : Union Minister On PoK : ‘পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করবে মোদী সরকার,’ আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী