India-Pakistan Love Story: ভিসা মেলেনি, ভিডিয়ো কনফারেন্সেই বিয়ে হল ভারত-পাকিস্তানের যুগলের!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2023 | 12:22 PM

India-Pakistan Love Story: রাজস্থানের যোধপুরের বাসিন্দা আরবাজ বিয়ে করেছেন পাকিস্তানের আমিনাকে। তবে আমিনা ভারতের ভিসা না পাওয়ায়, ভার্চুয়াল মাধ্যমেই তাঁদের বিয়ে হয়। বুধবার রাতে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্য়মে যাবতীয় রীতি মেনে তাদের নিকাহ হয়।

India-Pakistan Love Story: ভিসা মেলেনি, ভিডিয়ো কনফারেন্সেই বিয়ে হল ভারত-পাকিস্তানের যুগলের!
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিয়ে।
Image Credit source: Twitter

Follow Us

যোধপুর: এ যেন এক নতুন ট্রেন্ড। সীমান্ত পার করছে প্রেম (Cross Border Love Story)। তাও আবার এমন দুই প্রতিবেশী দেশের বাসিন্দার মধ্যে প্রেম, যে দুই দেশের মধ্যে সর্বদাই বিবাদ চলছে। হালে এই ট্রেন্ড শুরু করেছেন সীমা হায়দার। পাকিস্তানি যুবতী প্রেমের টানে ভারতে চলে এসেছেন চার সন্তানকে নিয়ে। প্রেমিক সচিনকে বিয়ে করে নতুন করে সংসার পেতেছেন। এরপর রাজস্থানের বিবাহিত যুবতী অঞ্জুও প্রেমের টানে পাকিস্তানের নাসরুল্লাহের কাছে ছুটে গিয়েছেন। এবার আরও এক যুগলের খোঁজ মিলল, যাদের সম্পর্ক সীমান্ত পার করেছে। ভারতের (India) আরবাজ বিয়ে করেছেন পাকিস্তানের (Pakistan) আমিনাকে। তাও আবার ভার্চুয়াল মাধ্য়মে।

জানা গিয়েছে, রাজস্থানের যোধপুরের বাসিন্দা আরবাজ বিয়ে করেছেন পাকিস্তানের আমিনাকে। তবে আমিনা ভারতের ভিসা না পাওয়ায়, ভার্চুয়াল মাধ্যমেই তাঁদের বিয়ে হয়। বুধবার রাতে ভিডিয়ো কনফারেন্সিংয়ের (Video Conferencing) মাধ্য়মে যাবতীয় রীতি মেনে তাদের নিকাহ হয়। ল্যাপটপের দুই প্রান্তে উপস্থিত ছিলেন ভারত ও পাকিস্তানের কাজিও। যোধপুরে আরবাজের পরিবারের সদস্য়রা যাতে দেখতে পান, তার জন্য় এলইডি স্ক্রিনে গোটা বিয়ের অনুষ্ঠান দেখানো হয়।

তবে আরও মজাদার বিষয় হল, এই যুগলের কিন্তু প্রেমের সম্পর্ক নয়, বরং দুই পরিবারের তরফে তাদের বিয়ে ঠিক করা হয়। আরবাজের বাবা জানিয়েছেন, তাদের আত্মীয়রা পাকিস্তানে থাকে। তাদের মাধ্য়মেই সম্বন্ধ দেখে বিয়ে ঠিক করা হয়। কিন্তু পাত্রী ভিসা না পাওয়ায় ভার্চুয়াল মাধ্য়মেই বিয়ে দেওয়া হয়।

Next Article