চেন্নাই: ঘূর্ণিঝড় ফেইঞ্জালের ভয়ঙ্কর দাপট। লাগাতার ঝড়বৃষ্টির পর এবার নামল ভূমিধস। তামিলনাড়ুর তিরুভান্নামালাইতে নামল ধস। ভেঙে গিয়েছে কমপক্ষে ৩টি বাড়ি। ধসের নীচে কমপক্ষে ৭ জনের চাপা পড়ে থাকার আশঙ্কা। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। এনডিআরএফের টিম পৌঁছলে পুরোদমে উদ্ধারকাজ শুরু করা হবে।
শনিবার বিকেলেই তামিলনাড়ুর কড়াইকাল ও মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল। ল্যান্ডফলের সময় ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া দাপট দেখায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার থেকেই তামিলনাড়ু, পুদুচেরী জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট চলবে বলেই জানিয়েছে মৌসম ভবন।
ফেইঞ্জালের দাপটে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, পুদুচেরীর সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। রবিবার তামিলনাড়ুর তিরুভান্মামালাইয়ের ভিওসি নগরে ভয়ঙ্কর ধস নামে। কাদামাটিতে ভেসে যায় তিনটি বাড়ি। কমপক্ষে ৭ জন চাপা পড়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজ সকলেই এক পরিবারের সদস্য।
ধসের খবর পেয়েই ছুটে যান জেলা কালেক্টর। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। খবর দেওয়া হয়েছে এনডিআরএফেও।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ফেইঞ্জাল মোকাবিলা করছে তামিলনাড়ু সরকার। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ। নামানো হয়েছে সেনাবাহিনীও। উদ্ধারকাজের তদারকি করছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে ব্যাপক ক্ষতি হয়েছে পুদুচেরীতে। তিন দশকে এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কখনও হয়নি বলেই দাবি।