নয়া দিল্লি: অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সিত্রাং (Cyclone Sitrang)। ধেয়ে আসছে বাংলা-বাংলাদেশ সীমান্তের দিকেই। মঙ্গলবার সকালে স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। বাংলাদেশেই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য় ল্যান্ডফল হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দেশের বেশ কয়েকটি রাজ্যে। পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বের একাধিক রাজ্য, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
বঙ্গোপসাগরের উপরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার ভোরবেলাই বাংলাদেশের তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়তে পারে। রাজ্যের কান ঘেষে বেরিয়ে যাওয়ায় ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব না পড়লেও, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে সিত্রাংয়ের সবথেকে বেশি প্রভাব পড়বে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা করতে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে সিত্রাং। এর প্রভাবে আজ, সোমবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থাকতে পারে। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর পূর্বের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টির দাপট থাকবে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সবথেকে বেশি প্রভাব পড়বে ত্রিপুরায়। ২৪ ঘণ্টায় সর্বাধিক ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডে লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য ত্রিপুরা সরকারের তরফে আগামী ২৬ অক্টোবর অবধি স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের জন্য সমস্ত সরকারি কর্মীদের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে।
প্রস্তুত থাকতে বলা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানে এনডিআরএফের অতিরিক্ত বাহিনী পাঠানোর কথা বলা হয়েছে।
অসমের কাচার, করিমগঞ্জ ও হালাইকাণ্ডিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মিজোরামের ১১টি জেলায়, ত্রিপুরার ৮টি জেলায় ও নাগাল্যান্ডের ১৬টি জেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে।