AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Covid-19 : বাড়ল করোনা সংক্রমণ, কোভিডে কী হাল রাজধানীর?

Covid-19 : রাজধানীতে আবারও একটু বাড়ল করোনা সংক্রমণ। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১৭ জন।

Covid-19 : বাড়ল করোনা সংক্রমণ, কোভিডে কী হাল রাজধানীর?
ছবি : PTI
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 11:46 PM
Share

নয়া দিল্লি : একটু একটু করে বাড়ছে করোনার প্রকোপ। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। গতকালের থেকে ১২ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণের সংখ্য়া। তবে কমেছে পজ়িটিভি হার। আগে ছিল ৫.৩৩ শতাংশ। তা কমে দাঁড়িয়েছে ৪.২১ শতাংশ। দিল্লির করোনা পরিস্থিতিতে নতুন করে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে।

দিল্লিতে বর্তমানে মোট সক্রিয় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫১৮। ৩ মার্চের পর থেকে এই সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছিল। ৩ মার্চের পর থেকে এই প্রথম সর্বোচ্চ হয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে যে, দিল্লিতে গত ১৫ দিনে নিজের সোশ্য়াল নেটওয়ার্কে পরিচিতের মধ্য়ে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে ৫০০ শতাংশ। দিল্লি-এনসিআর এর বাসিন্দাদের প্রায় ১৯ শতাংশ জানিয়েছে যে তাঁদের পরিচিতির মধ্য়ে এক বা একাধিক জন কোভিড আক্রান্ত হয়েছেন গত ১৫ দিনে।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লির স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে করোনার ছায়া দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে সেই স্কুল খালি করে দেওয়া হয়। শিক্ষা দফতরের তরফে জারি হয় কোভিড সম্পর্কিত নয়া নির্দেশিকা। এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে দিল্লির করোনা সংক্রমণের খবর যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। তবে কি আরেকটি ঢেউ আছড়ে পড়তে চলেছে? যদিও একটি সমীক্ষায় দেখা গিয়েছিল জুন মাসের মাঝামাঝি ভারতে ঢুকে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিশেষজ্ঞ এবং দিল্লির স্বাস্থ্য় দফতরের তরফে জানানো হয়েছে চিন্তার কোনও কারণ নেই। তবে সবাইকে কোভিড বিধি এবং সতর্কতা মেনে চলতে হবে।

আরও পড়ুন :  Government Jobs : সরকারি চাকরি প্রার্থীদের সামনে বিশাল সুযোগ, RBI, SSC, UPSC-তে একাধিক শূন্য পদ, জানুন বিশদে

আরও পড়ুন :  PM Modi : ফোকাসে গুজরাট নির্বাচন! ‘বাড়ি’ যাচ্ছেন মোদী