ভোপাল: প্রতিবেশীর দিকে কুনজরের অভিযোগ। গুলি করে খুন করা হল দলিত যুবক ও তাঁর মা-বাবাকে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের দামোহ জেলায়। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ওই যুবকের প্রতিবেশীর অভিযোগ ছিল, ওই যুবক তাঁর স্ত্রীকে উত্যক্ত করত। প্রায়সময়ই ওই মহিলাকে অনুসরণ ও তাঁর দিকে তাকিয়ে থাকত বলে অভিযোগ। ওই দলিত যুবককে চরম শাস্তি দিতেই প্রতিবেশী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে চড়াও হয় এবং গুলি করে হত্যা করে ওই যুবক ও তাঁর পরিবারকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি মধ্য প্রদেশের দামোহ জেলায় ঘটেছে। সোমবার বিকেলে ওই দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। মূল অভিযুক্ত জগদীশ পটেল অভিযোগ করেন প্রতিবেশী দলিত যুবক প্রায়সময়ই তাঁর স্ত্রীকে অনুসরণ করত ও তাঁর দিকে কুনজরে তাকিয়ে থাকত। পরে কয়েকজন গ্রামবাসী এসে ঝগড়া থামায়। কিন্তু পরেরদিনই জগদীশ ফের প্রতিবেশী যুবকের বাড়িতে চড়াও হয়। তাঁর সঙ্গে পরিবারের পাঁচজন সদস্যও হাজির হয় অস্ত্রশস্ত্র নিয়ে।
দুই পরিবারের মধ্যে ফের বচসা শুরু হয়। এরপরই আচমকা ওই দলিত যুবক ও তার মা-বাবার উপরে গুলি চালায় প্রতিবেশী পরিবার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবক ও তাঁর মা-বাবার। যুবকের ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
দামোহ জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ডি আর তেনিওয়ার জানান, ঘটনায় মূল অভিযুক্ত জগদীশ পটেলকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচজন অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চলছে। খুন, খুনের চেষ্টা ও জনজাতি-উপজাতির বিরুদ্ধে অপরাধ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার জেরে মধ্য প্রদেশের দলিতদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সুরক্ষা নিয়ে তারা বিক্ষোভও প্রদর্শন করেছেন।