Sputnik Light: এবার সিঙ্গল ডোজ়েই করোনা কাবু! ভারতে আপদকালীন ব্যবহারের অনুমোদন পেল স্পুটনিক লাইট

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 06, 2022 | 11:56 PM

COVID Vaccine: স্পুটনিক ভি-এর দুই-ডোজ়ের করোনা টিকা ইতিমধ্যেই ২০২১ সালের এপ্রিল মাসে ভারতে আপদকালীন ব্যবহারের অনুমোদন পেয়েছে।

Follow Us

নয়া দিল্লি : ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI) এবার আপদকালীন ব্যবহারের সবুজ সংকেত দিল সিঙ্গেল-ডোজ কোভিড-১৯ টিকা স্পুটনিক লাইটকে (Sputnik Light)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য রবিবার টুইটে এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে মান্ডব্য আরও বলেছেন যে, এই ভ্যাকসিন ভারতের অনুমোদিত টিকার তালিকায় সংযোজিত হওয়ায় করোনার বিরুদ্ধে দেশের লড়াইকে আরও মজবুত করে তুলবে। তিনি টুইটারে লিখেছেন, “DCGI ভারতে সিঙ্গল-ডোজ স্পুটনিক লাইট কোভিড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। এটি দেশের নবম কোভিড – ১৯ ভ্যাকসিন। এটি মহামারীর বিরুদ্ধে দেশের যৌথ লড়াইকে আরও শক্তিশালী করবে।” উল্লেখ্য, স্পুটনিক ভি-এর দুই-ডোজ়ের করোনা টিকা ইতিমধ্যেই ২০২১ সালের এপ্রিল মাসে ভারতে আপদকালীন ব্যবহারের অনুমোদন পেয়েছে।

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর তরফে বলা হয়েছে, ভারতে অনুমোদনের ফলে, বিশ্বব্যাপী প্রায় ২৫০ কোটিরও বেশি মানুষ সিঙ্গল-ডোজ ভ্যাকসিন এবং “ইউনিভার্সাল বুস্টার” হিসাবে স্পুটনিক লাইটের সুবিধা পাবেন। ভারতে স্পুটনিক লাইটের অনুমোদনের পর রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে বলা হয়েছে, “এর সঙ্গে সঙ্গে (ভারতে অনুমোদন) স্পুটনিক লাইট ৩০ টিরও বেশি দেশে অনুমোদিত হয়েছে। এর ফলে মোট ২৫০ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে স্পুটনিক লাইট। আর্জেন্টিনা, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, সান মারিনো এবং ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই স্পুটনিক লাইটকে একটি ইউনিভার্সাল বুস্টার হিসাবে অনুমোদন দিয়েছে।”

ডাঃ রেড্ডি’স ল্যাবরেটরিস আরডিআইএফের সঙ্গে যৌথ উদ্যোগে এই দেশে স্পুটনিক লাইটের ক্লিনিকাল ট্রায়াল করেছিল। তাদের তরফে আরও বলা হয়েছে, “এই ট্রায়ালগুলির ইতিবাচক তথ্য ভারতের ওষুধ নিয়ামকের কাছে জমা করা হয়েছে এবং তার থেকেই ইতিবাচক সিদ্ধান্তে এসেছে ডিসিজিআই।” “স্পুটনিক ভি-এর পর এবার ভারতে অনুমোদিত টিকার তালিকায় যুক্ত হল স্পুটনিক লাইটও। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে দেশে অনুমোদন পেয়েছিল স্পুটনিক ভি। স্পুটনিক ভি করোনা টিকার অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হল ভারত। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এদিন সকাল সাতটা পর্যন্ত দেশের কোভিড -১৯ টিকাকরণ অভিযানে ১৬৯ কোটি ৪৬ লাখেরও বেশি ডোজ় দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ কোটি ৭২ লাখ প্রিকশন ডোজ বা তৃতীয় ডোজ় রয়েছে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

নয়া দিল্লি : ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI) এবার আপদকালীন ব্যবহারের সবুজ সংকেত দিল সিঙ্গেল-ডোজ কোভিড-১৯ টিকা স্পুটনিক লাইটকে (Sputnik Light)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য রবিবার টুইটে এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে মান্ডব্য আরও বলেছেন যে, এই ভ্যাকসিন ভারতের অনুমোদিত টিকার তালিকায় সংযোজিত হওয়ায় করোনার বিরুদ্ধে দেশের লড়াইকে আরও মজবুত করে তুলবে। তিনি টুইটারে লিখেছেন, “DCGI ভারতে সিঙ্গল-ডোজ স্পুটনিক লাইট কোভিড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। এটি দেশের নবম কোভিড – ১৯ ভ্যাকসিন। এটি মহামারীর বিরুদ্ধে দেশের যৌথ লড়াইকে আরও শক্তিশালী করবে।” উল্লেখ্য, স্পুটনিক ভি-এর দুই-ডোজ়ের করোনা টিকা ইতিমধ্যেই ২০২১ সালের এপ্রিল মাসে ভারতে আপদকালীন ব্যবহারের অনুমোদন পেয়েছে।

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর তরফে বলা হয়েছে, ভারতে অনুমোদনের ফলে, বিশ্বব্যাপী প্রায় ২৫০ কোটিরও বেশি মানুষ সিঙ্গল-ডোজ ভ্যাকসিন এবং “ইউনিভার্সাল বুস্টার” হিসাবে স্পুটনিক লাইটের সুবিধা পাবেন। ভারতে স্পুটনিক লাইটের অনুমোদনের পর রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে বলা হয়েছে, “এর সঙ্গে সঙ্গে (ভারতে অনুমোদন) স্পুটনিক লাইট ৩০ টিরও বেশি দেশে অনুমোদিত হয়েছে। এর ফলে মোট ২৫০ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে স্পুটনিক লাইট। আর্জেন্টিনা, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, সান মারিনো এবং ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই স্পুটনিক লাইটকে একটি ইউনিভার্সাল বুস্টার হিসাবে অনুমোদন দিয়েছে।”

ডাঃ রেড্ডি’স ল্যাবরেটরিস আরডিআইএফের সঙ্গে যৌথ উদ্যোগে এই দেশে স্পুটনিক লাইটের ক্লিনিকাল ট্রায়াল করেছিল। তাদের তরফে আরও বলা হয়েছে, “এই ট্রায়ালগুলির ইতিবাচক তথ্য ভারতের ওষুধ নিয়ামকের কাছে জমা করা হয়েছে এবং তার থেকেই ইতিবাচক সিদ্ধান্তে এসেছে ডিসিজিআই।” “স্পুটনিক ভি-এর পর এবার ভারতে অনুমোদিত টিকার তালিকায় যুক্ত হল স্পুটনিক লাইটও। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে দেশে অনুমোদন পেয়েছিল স্পুটনিক ভি। স্পুটনিক ভি করোনা টিকার অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হল ভারত। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এদিন সকাল সাতটা পর্যন্ত দেশের কোভিড -১৯ টিকাকরণ অভিযানে ১৬৯ কোটি ৪৬ লাখেরও বেশি ডোজ় দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ কোটি ৭২ লাখ প্রিকশন ডোজ বা তৃতীয় ডোজ় রয়েছে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article