নয়া দিল্লি: অবশেষে সংসদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কের দিন স্থির হল। বিজেপির দাবি, অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা হতে পারে ৮ অগস্ট। আর এই প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে জবাব দেবেন ১০ অগস্ট। আজ মঙ্গলবার (৩১ জুলাই), লোকসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির এক বৈঠক ছিল। বৈঠকে অনাস্থা প্রস্তাবের উপর আলোচনার দিনক্ষণ স্থির করার কথা ছিল। সেই বৈঠকে জানানো হয়, এদিন দুপুর দুটোয় লোকসভায় দিল্লি সার্ভিসেস বিল পেশ করা হবে এবং এই বিষয়ে আগামীকাল আলোচনা চায় সরকার। বৈঠকে উপস্থিত বিরোধী দলের নেতারা এর তীব্র বিরোধিতা করেন এবং এর প্রতিবাদে বৈঠকের মাত্র ১২ মিনিটের মাথাতেই বৈঠক ত্যাগ করে বেরিয়ে যান। বিরোধীরা ওয়াক আউট করার পরে সরকার পক্ষের নেতাদের সঙ্গে অধ্যক্ষের আলোচনা হয় এবং অনাস্থা প্রস্তাবের দিনক্ষণ স্থির করা হয়।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।