নয়া দিল্লি: ‘ডিজিটাল ইন্ডিয়া’ (Digital India) হয়ে উঠছে ভারত। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ হিসাবে গড়ে তোলার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই মোতাবেক আর্থিক লেনদেনে ডিজিটালাইজেশন আনা থেকে বিভিন্ন ক্ষেত্রে অনলাইন সুবিধার ব্যবস্থা করেছেন। এবার ইন্টারনেট গতি বাড়াতে 5G-র উপর বিশেষ জোর দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ইতিমধ্যে দেশের ৭১৪টি জেলায় ৩ লক্ষের বেশি 5G সাইট বসানো হয়েছে। যার জেরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ইকোসিস্টেম হয়ে উঠেছে ভারত। খবরটি জানিয়ে সম্প্রতি ‘কু’ (Koos)-এ পোস্ট করেছেন তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
5G সাইট নির্মাণের ব্যাপারে বিশেষ লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র। ভারত দ্রুতগতিতে 5G নেটওয়ার্কে সংযুক্ত হচ্ছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেভুসিনহ চৌহান। সেই লক্ষ্যমাত্রা ইতিমধ্যে পূরণ হয়েছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
পরিসংখ্যান দিয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর সোশ্যাল-পোস্টে জানিয়েছেন, ৫ মাসের মধ্যে 5G-র ১ লক্ষ সাইট, ৮ মাসের মধ্যে ২ লক্ষ এবং ১০ মাসের ৩ লক্ষ সাইট তৈরি করা হয়েছে। বর্তমানে ৭১৪ জেলায় ৩ লক্ষের বেশি 5G সাইট ইনস্টল করা হয়েছে বলেও উল্লেখ করেছেন অশ্বিনী বৈষ্ণব। ফলে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ইকোসিস্টেম হয়ে উঠেছে ভারত। যা স্বাভাবিকভাবেই দেশবাসীর কাছে গর্বের বিষয়।
5G-র সঙ্গে সংযুক্ত হওয়ার ব্যাপারে ভারত দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে চলতি মাসের গোড়াতেই জানিয়েছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রী দেভুসিনহ চৌহান। ৯ মাসের মধ্যে ২.৭০ লক্ষ 5G সাইট নির্মিত হয়েছে জানিয়ে তিনি বলেছিলেন, আমি নিশ্চিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা শীঘ্রই 6G প্রযুক্তিতে গোটা বিশ্বকে পরিচালিত করব।