কলকাতা: গরু পাচার মামলায় নাম জড়িয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তিনি। কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে। এবার অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে তলব ইডি-র। উক্ত চারজনের মধ্যে রয়েছেন, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ, তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ, তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও ওমর শেখ। আগামী ৪ অগাস্ট দিল্লির ইডি-র অফিসে তলব করা হয়েছে তাঁদের।
উল্লেখ্য, এর আগে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় সিবিআই। বাড়িতে খানাতল্লাশির আটক করা হয় তাঁকে। জানা যাচ্ছে, বিশ্বজ্যোতি অনুব্রতর ঘনিষ্ঠ, একপ্রকারের ছায়াসঙ্গী। গরু পাচার সংক্রান্ত তথা রাইস মিল নিয়েও বেশ কিছু তথ্য হাতে পাওয়ার জন্যই তারা আটক করেছিল তাঁকে।
এ দিকে, একাধিকবার জামিনের আবেদন করেও লাভের লাভ কিছু হয়নি অনুব্রত মণ্ডলের। বস্তুত, গরু পাচার মামলায় নামে তৃণমূল নেতার নামে কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পত্তির হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। সম্প্রতি, তাঁর নামে আরও কিছু বেআইনি সম্পত্তির সন্ধান পেয়েছে সিবিআই। এমনকী অনুব্রতর কালো টাকার সন্ধানও পেয়েছেন তারা। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই কেষ্টকে তিহাড়ের সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন গোয়েন্দারা। তবে আদালত তা খারিজ করে দেয়।