BJD: প্রয়াত বাবার জন্মদিনেই বিধায়ক হিসাবে শপথ নিলেন নিহত মন্ত্রীর কন্যা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 15, 2023 | 7:21 PM

BJD: এদিন ওড়িশা বিধানসভার সদস্য হিসাবে দীপালির শপথগ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি দীপালিকে ঝাড়সগুদার জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন।

BJD: প্রয়াত বাবার জন্মদিনেই বিধায়ক হিসাবে শপথ নিলেন নিহত মন্ত্রীর কন্যা
বিজেডি বিধায়ক পদে শপথ নিলেন দীপালি দাস।

Follow Us

ভুবনেশ্বর: পুলিশ আধিকারিকের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছিল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী (Odisha Minister) তথা ঝাড়সুগুদা কেন্দ্রের BJD বিধায়ক নব কিশোর দাসের। এবার সেই কেন্দ্রেই উপ-নির্বাচনে জয়ী হয়ে, প্রয়াত বাবার জন্মদিবসের দিনই বিধায়ক হিসাবে শপথ নিলেন দীপালি দাস। সোমবার ওড়িশা বিধানসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন তিনি। তাই শপথগ্রহণ অনুষ্ঠানে (Oath Ceremony) আবেগাপ্লুত হয়ে পড়েছেন দীপালি (Dipali Das)। জয়ের সম্পূর্ণ কৃতিত্ব প্রয়াত বাবা, নবকিশোর দাসকেই দিয়ে তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে প্রতিশ্রুতি দিচ্ছি যে, ঝাড়সুগুদার মানুষের সর্বদা খেয়াল রাখব।” বিপুল জয়ের জন্য ঝাড়সুগুদার বাসিন্দাদের ধন্যবাদও জানিয়েছেন দীপালি।

ঝাড়সুগুদা কেন্দ্রে বিপুল জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপালি দাস বলেন, “আমার উপর ভরসা করার জন্য আমি ঝাড়সুগুদার জনগণ এবং আমাদের নেতা নবীন পট্টনায়ককে ধন্যবাদ জানাচ্ছি। এই জয় পাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীরা আমাদের সমর্থন জানিয়েছেন। ঝাড়সুগুদার জনগণকে দেওয়া আমার প্রতিশ্রুতি এবং প্রয়াত বাবা নব দাসের স্বপ্ন পূরণ করব।”

এদিন ওড়িশা বিধানসভার সদস্য হিসাবে দীপালির শপথগ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি দীপালিকে ঝাড়সগুদার জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি এক পুলিশ আধিকারিকের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের। তারপর গত ১০ মে ওই কেন্দ্রে উপ-নির্বাচন হয় এবং বিজেডি প্রার্থী হিসাবে ১ লক্ষ ৭ হাজার ১৯৮ ভোট পেয়ে জয়ী হন নব কুমার দাসের মেয়ে দীপালি দাস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তানকাধর ত্রিপাঠীর দৌড় থেমে যায় ৬৮ হাজার ভোটে। তাই বিজেডি প্রার্থীকে সমর্থন করার জন্য এদিন ঝাড়সুগুদার জনগণকে সমর্থন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের (BJD) প্রধান নবীন পট্টনায়ক।

Next Article