Rajnath Singh: অরুণাচল সীমান্তে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে কোনও ভারতীয় সেনার মৃত্যু হয়নি, লোকসভায় বিবৃতি রাজনাথের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 13, 2022 | 2:06 PM

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি এদিন সকালে সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং।

Rajnath Singh: অরুণাচল সীমান্তে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে কোনও ভারতীয় সেনার মৃত্যু হয়নি, লোকসভায় বিবৃতি রাজনাথের
সংসদে বিবৃতি দিচ্ছেন রাজনাথ সিং।

Follow Us

নয়া দিল্লি: অরুণাচল প্রদেশে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে কোনও ভারতীয় সেনার মৃত্যু হয়নি। কারও আহত হওয়ারও খবর নেই। মঙ্গলবার লোকসভায় এমনই বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, “সীমান্তে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত আমাদের সেনাবাহিনী।”

সীমান্তে একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিনা বাহিনী। লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত সপ্তাহে অরুণাচল প্রদেশের সীমান্তে ফের ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘লালফৌজ’-এর সংঘর্ষ বাধে। এটা নিয়েই লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতি দাবি করেন বিরোধীরা। তার পরিপ্রেক্ষিতেই এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “গত সপ্তাহে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আমাদের কোনও সেনার মৃত্যু হয়নি। দু-পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয়।” এদিন সেনাদের কাজকর্মে স্যালুট জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের সীমান্ত রক্ষা করতে আমাদের সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিশ্চিত যে, আমাদের সেনাদের সাহসী পদক্ষেপ এবং সমবেত সমর্থনের উপরই আমরা দাঁড়িয়ে রয়েছি।”

যদিও প্রতিরক্ষামন্ত্রীর কেবল এই বিবৃতিতে সন্তুষ্ট হননি বিরোধীরা। সীমান্তের বর্তমান পরিস্থিতি সহ সামগ্রিক ইস্যু সম্পর্কে জানতে চান তাঁরা। এপ্রসঙ্গে রাজনাথ সিং বলেন, “চিনকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে বলা হয়েছে। চিনের সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রে এই বিষয়টি উত্থাপন করা হয়েছে। ভারতীয় কম্যান্ডারদের সময়মতো পাল্টা আক্রমণে পিএলএ সেনারা পিছু হটেছে। ১১ ডিসেম্বর, ২০২২ তারিখে স্থানীয় কম্যান্ডার তাঁর প্রতিপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ফ্ল্যাগ মিটিং করেছেন।” তবে প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে সন্তুষ্ট হতে পারেননি বিরোধীরা। যার জেরে হই-হট্টগোল শুরু হয়। ওয়াকআউট করে কংগ্রেস।

লোকসভায় বিবৃতি দেওয়ার আগে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি এদিন সকালে সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Next Article