করোনা চিকিৎসায় আশা দেখাচ্ছে ‘2-DG’, কত দাম হবে এই ওষুধের?

জুনের প্রথম সপ্তাহ থেকে নিয়মিত ভাবে এই ২ ডিজি (2 DG) ওষুধ তৈরি শুরু হবে। সর্বত্র এই ওষুধ পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিআরডিও (DRDO)।

করোনা চিকিৎসায় আশা দেখাচ্ছে '2-DG', কত দাম হবে এই ওষুধের?
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 28, 2021 | 6:55 PM

নয়া দিল্লি: করোনা (COVID 19) থেকে কোন পথে মিলবে মুক্তি, তা নিয়ে বিশ্ব জুড়েই চলছে গবেষণা। ভারত যখন দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ধুঁকছে, তারই মধ্যে আশার আলো দেখিয়েছে ডিআরডিও (DRDO)। তাদের তৈরি করোনার ওষুধ ২-ডিজি (2 -DG) ভাইরাসে ‘খেল’ শেষ করতে কোনও ম্যাজিক দেখাবে, এমনটাই আশা। আগামী মাসে সেই ওষুধ পাওয়া যাবে বলেও জানা গিয়েছে। এবার প্রকাশ্যে এল সেই ওষুধের দাম। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে এই ওষুধের এক একটি স্যাচেটের দাম হবে ৯৯০ টাকা। বাজারে এই ওষুধের দাম হবে ৯৯০ টাকা। তবে হাসপাতালে ওষুধের দামে কোনও ছাড় পাওয়া যাবে কি না, তা এখনও জানা যায়নি।

ডিআরডিও-র ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস করোনা চিকিৎসায় এই ওষুধ তৈরি করেছে। গত বছরের মে মাস থেকে দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ডিআরডিও। মে থেকে অক্টোবর পর্যন্ত এই ট্রায়াল দেওয়া হয়। ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধের সাফল্য দেখার পরই এই ওষুধকে ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

প্যাকেটে পাওয়া যাবে এই ওষুধ। পাউডারের আকারে মিলবে এটি যা, জলে গুলে খেতে হবে। মানুষের শরীরে ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া আটকাবেয় এই ওষুধ। ডিআরডিও-র তরফ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে শরীরের আক্রান্ত কোষে ছড়িয়ে পড়ে গ্লুকোজটি। ভাইরাসের প্রোটিন উৎপাদন ক্ষমতা প্রতিরোধ করে এটি। ফুসফুসের আক্রান্ত কোষেও সক্রিয় ভাবে কাজ করে এটি। দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং তামিলনাড়ুর মোট ২৭টি কোভিড হাসপাতালে চলেছে তৃতীয় ট্রায়ালের কাজ।

আরও পড়ুন: ‘২১-এর ডিসেম্বরের মধ্যেই টিকা পাবেন সব ভারতীয়’, বড় ঘোষণা কেন্দ্রের

জানা গিয়েছে, জুন মাসের শুরুতে আনুষ্ঠানিক ভাবে এই ওষুধ সামনে আনবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এর পরই বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে ২-ডিজির ১০ হাজার প্যাকেট।