নয়া দিল্লি: সুলতানপুরীর (Sultanpuri) দুর্ঘটনায় (Delhi Accident) ইতিমধ্যেই রাজধানীতে উত্তেজনা ছড়িয়েছে। এক দুর্ঘটনার তদন্ত মীমাংসা হতে না হতেই দিল্লিতে ফের আরও এক দুর্ঘটনা। এবার এই দুর্ঘটনার পিছনে আঙুল উঠেছে দিল্লি পুলিশের দিকে। জানা গিয়েছে, দিল্লি পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর (ASI)-র প্রাইভেট গাড়ি পরপর ছয়টি গাড়িতে ধাক্কা দেয়। মঙ্গলবার দিল্লির দ্বারকা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত হয়েছেন এএসআই নিজেও। এই দুর্ঘটনায় একটি পিসিআর ভ্যানসহ ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতিমধ্যেই ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মামলায় দায়ের হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তীকালে এই মামলায় পদক্ষেপ করা হবে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কি না তা খতিয়ে দেখা হবে। তার জন্য রক্তে কোনও মদের উপস্থিতি রয়েছে কি না তা দেখার জন্য পুলিশ আধিকারিকের রক্তের নমুনা নেওয়া হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, “দিল্লি পুলিশের এক এএসআই-র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ছয়টি গাড়িকে ধাক্কা মারার জন্য। গতকাল দ্বারকা মোড়ে লাল সিগন্যালে পিসিআর ভ্যান সহ ছয়টি গাড়িকে ধাক্কা মারে তাঁর গাড়ি। তিনি দুর্ঘটনার সময় নিজের গাড়িতে করে যাচ্ছিলেন। এএসআই সহ চারজন আহত হয়েছেন।”
এদিকে সোমবার ভোররাতে দিল্লির সুলতানপুরীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাত ২ টো ৫০ নাগাদ স্কুটিতে করে যাচ্ছিলেন দুই তরুণী। সেই সময় একটি মারুতি সুজুকি স্কুটিতে ধাক্কা মারে। নিধি নামের এক তরুণী স্কুটি থেকে ছিটকে পড়ে। এবং অঞ্জলি নামের আরও এক তরুণী ছিটকে পড়ে গাড়ির নীচে চলে যায়। সেই অবস্থাতেই তাঁকে ১২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও চলছে তদন্ত। এর মাঝেই দিল্লিতে আরও এক দুর্ঘটনার খবর।