Delhi Election 2025 Results LIVE: ভেঙে গেল ঝাড়ু, দিল্লিতেও এবার উন্নয়নের গতি তুলবে ডবল ইঞ্জিন
Delhi Assembly Election Results 2025 LIVE: একাধিক বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের সম্ভাবনা দেখা গিয়েছে। তবে আম আদমি পার্টির আশা, দিল্লিতে আরও একবার সরকার গড়বে তারাই। শনিবার দিনভর সেই ফলাফলের দিকেই নজর থাকবে।

আজ, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। কিছুক্ষণেপ মধ্যেই শুরু হবে ভোট গণনা। নিরাপত্তা সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দী আম আদমি পার্টি (AAP), ভারতীয় জনতা পার্টি (BJP) এবং কংগ্রেস। গণনার আগেই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল দাবি করেছেন, বিজেপি তাঁর দলের প্রার্থীদের কিনতে চাইছে। তবে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।
LIVE NEWS & UPDATES
-
কত আসনে জিতল কে? দেখে নিন আপডেট
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টি আসনে জয়ী বিজেপি। ২২টিতে জয়ী আপ। খাতা খুলল না কংগ্রেসের।
-
এত দুরাবস্থা, দ্বিতীয়ও হতে পারছে না কংগ্রেস
- দিল্লি বিধানসভা নির্বাচনের ৭০টি আসনে একটিতেও খাতা খুলতে পারেনি কংগ্রেস।
- শুধুমাত্র একটি আসন, কস্তুরবা নগরে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। বাকি ৬৬টি আসনেই কংগ্রেস তৃতীয় স্থান অর্জন করে। মেহরাউলি, মুস্তাফাবাদ এবং ওখলায় কংগ্রেস চতুর্থ স্থানে রয়েছে।
-
-
ঐতিহাসিক রায়: রবি শঙ্কর প্রসাদ
দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ বলেন, “ঐতিহাসিক রায়। দিল্লির মানুষ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারকে বেছে নিয়েছে এবং আপের প্রতারণাকে প্রত্যাখ্যান করেছে।”
তিনি বলেন, “অরবিন্দ কেজরীবাল, মণীশ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ, সব বড় মুখ হেরে গিয়েছে… কংগ্রেস আবার শূন্যে। লোকসভা নির্বাচনের পর, রাহুল গান্ধী বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী তাঁর চোখের দিকে তাকাতে পারেন না, এখন মিল্কিপুরেও বিজেপি ৪০,০০০ এরও বেশি ভোটে জিতেছে। ভোটারদের আমার শুভেচ্ছা রইল।”
-
জয়ী অতিশী
দিল্লি বিধানসভা নির্বাচনে আপ-এর ফল সামগ্রিকভাবে খারাপের দিকে। পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরীবাল, মণীশ সিসোদিয়া। তবে জয়ী হলেন অতিশী। কেজরীবাল জেল থেকে ফেরার পর অতিশীকে মুখ্যমন্ত্রী করেছিল আপ। কালকাজি কেন্দ্র থেকে জয়ী হলেন তিনি।
-
কী বলছেন কেজরীর রাজনীতির শিক্ষাগুরু আন্না হাজারে?
দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন আন্না হাজারে। আমরণ অনশনে বসেছিলেন তিনি। দেশ-বিদেশ থেকে তাঁর প্রতি সমর্থন উপচে পড়েছিল। ওই মঞ্চ থেকেই উঠে এসেছিলেন আরেক নেতা। অরবিন্দ কেজরীবাল। সরকারি চাকরি করা সাদামাটা এক ব্যক্তিই হয়ে উঠেছিলেন সততার প্রতীক।
বিস্তারিত পড়ুন: ‘মদই ডোবাল…’, কেজরীবালের পাশে দাঁড়ালেন না শিক্ষাগুরু আন্না হাজারেই
-
-
পরাজিত কেজরীবাল
মুখ পুড়ল আম আদমি পার্টির। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল হেরে গেলেন নির্বাচনে। তিনি নয়া দিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন।
বিস্তারিত পড়ুন: মস্ত পরাজয়, দিল্লি নির্বাচনে হেরে গেলেন খোদ কেজরীবালই
-
বিজেপি কর্মীদের উদযাপন শুরু
বিজেপির দফতরগুলিতে উৎসবের পরিবেশ। সকাল সাড়ে ১২টা পর্যন্ত গণনায় ৪৬ আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। এদিকে, কর্মীরা উৎসবে মেতেছেন। চলছে মিষ্টি বিতরণ, কোথাও বাজি ফাটানো হচ্ছে। বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
#WATCH | Celebration erupts outside BJP’s office in Delhi as Election Commission trends of #DelhiElectionResults show the party’s return to the national capital with a two-third majority pic.twitter.com/6pasiDy2Ui
— ANI (@ANI) February 8, 2025
-
কেজরীর বাড়িতে শুরু বৈঠক
সপ্তম রাউন্ড গণনার শেষে ফের পিছিয়ে গেলেন অরবিন্দ কেজরীবাল। এদিকে, আপ সুপ্রিমোর বাড়িতে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে আপ সাংসদ সঞ্জয় সিং।
-
২৫৪ আসনে এগিয়ে কেজরীবাল
সকাল থেকে পিছিয়ে পড়ার পর, এবার কিছুটা এগিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। নয়া দিল্লি আসন থেকে লড়ছেন তিনি।
-
‘ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে’, বললেন বীরেন্দ্র সচদেব
সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে, তার ফল পেতেই হবে। বিজেপি ৪২টি আসনে এগিয়ে যাওয়ার পর এমনটাই বললেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দিল্লিতে একটি ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে।”
#DelhiElectionResults | As BJP leads in 42 seats, Delhi BJP president Virendraa Sachdeva says, “If you are dishonest with the public, then the public will give a similar result. Under the leaa dership of PM Modi, double-engine govt will be formed in Delhi.” pic.twitter.com/A4PMABRfrq
— ANI (@ANI) February 8, 2025
-
রাজধানীতে পালাবদলের ইঙ্গিত?
শনিবার সকাল ৮টা শুরু হয় ভোট গণনা। শুরুতেই পোস্টাল ব্যালটের গণনা চলে। আর তাতেই বড় ধাক্কা খায় আপ (AAP)। প্রায় ২ ঘণ্টা গণনার পর ৪০টিরও বেশি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। আপ এগিয়ে রয়েছে মাত্র ২৮টি আসনে।
বিস্তারিত পড়ুন: রাজধানীতে পালাবদলের ইঙ্গিত! পিছিয়ে কেজরীবাল, হাফ সেঞ্চুরির পথে বিজেপি
-
পিছিয়ে কেজরীবাল, অতিশী
দিনের শুরুতেই বড় ধাক্কা AAP-এর। পোস্টাল ব্যালটের গণনা শুরু হওয়ার পরই ৩৮ আসনে এগিয়ে গেল বিজেপি। ২৬টি আসনে এগিয়ে আপ। এক আসনে এগিয়ে কংগ্রেস।
নয়া দিল্লি আসনে পিছিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল, কালকাজি আসন থেকে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। জঙ্গপুরা আসনে পিছিয়ে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
-
Delhi Election Result: পোস্টাল ব্যালটে এগিয়ে BJP
শুরুতেই এগিয়ে গেল বিজেপি। দিল্লিতে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই গণনায় ১০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৭ আসনে এগিয়ে আম আদমি পার্টি। তবে ভরসা হারাচ্ছে না কেজরীর দল। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি বলেন, “ভরসা আছে। গোটা দিল্লির মানুষ ভাল কাজের পাশেই থাকবে।”
-
ফর্ম ১৭সি নিয়ে অভিযোগ কেজরীবালের
গণনার আগেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল অভিযোগ জানিয়েছেন, নির্বাচন কমিশন বারবার অনুরোধ সত্ত্বেও ফর্ম ১৭সি আপলোড করতে অস্বীকার করছে। ফর্ম ১৭সি-তে প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে কত ভোট পড়েছে তার উল্লেখ রয়েছে।
-
গণনাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা
ভোট গণনার জন্য দিল্লির গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোল মার্কেটের একটি গণনা কেন্দ্রে রাত থেকেই দেখা গেল সেই নিরাপত্তার ছবি।
#WATCH | Delhi | Security heightened at the counting centre as the counting of votes for #DelhiAssemblyElection2025 will be conducted on 8th February. Visuals from a counting centre in Gole Market. pic.twitter.com/fy7js67XSD
— ANI (@ANI) February 7, 2025
Published On - Feb 08,2025 6:29 AM





