Bank Robbery: ১০০ টাকার হাতুড়ি ও ১৩০০ টাকার ডিস্ক কাটার দিয়েই ২৫ কোটির ডাকাতি!

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 01, 2023 | 11:41 PM

Delhi: লোকেশ ছাদ থেকে চারতলার বিল্ডিংয়ে প্রবেশ করেছিল এবং স্ট্রংরুমটি ছিল নীচের তলায়। প্রথমে সে স্ট্রংরুমের দেওয়াল ড্রিল দিয়ে ফুটো করে। যেখান দিয়ে দোকানের গয়নাগুলি সহজেই তার নজরে আসে এবং ডাকাতি করে।

Bank Robbery: ১০০ টাকার হাতুড়ি ও ১৩০০ টাকার ডিস্ক কাটার দিয়েই ২৫ কোটির ডাকাতি!
দিল্লিতে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি।

Follow Us

নয়া দিল্লি: দিন দুয়েক আগে ভয়াবহ ডাকাতির সাক্ষী হয়েছে দিল্লির (Delhi) জংপুরা এলাকা। ছত্তীসগঢ়ের লোকেশ শ্রীবাস একাকী নিঃসাড়ে গয়নার দোকান থেকে ২৫ কোটি টাকার ডাকাতি সেরে ফেলে বলে অভিযোগ। এই ভয়াবহ ডাকাতির জন্য অভিযুক্ত ব্যবহার করেছিল কেবল একটি হাতুড়ি এবং একটি ডিস্ক কাটার। সেগুলি দিল্লির মার্কেট থেকেই কিনেছিল। পুলিশি তদন্তে এমনই উঠে এসেছে।

পুলিশ সূত্রে খবর, ডাকাতির আগে গত ৯ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে দুটি রেইকি করে লোকেশ। জংপুরায় সোনার দোকানে ডাকাতি করতে একেবারে পরিকল্পনা করেই সে এগিয়েছিল। চাঁদনি চক মার্কেট থেকে ১০০ টাকা দামের একটি হাতুড়ি, জিবি রোড থেকে ১৩০০ টাকা দামের একটি ডিস্ক কাটার কিনেছিল। আর স্ক্রূ ড্রাইভার ও প্লায়ার এনেছিল নিজের বাড়ি থেকে। ডাকাতির আগে সারারাত ওই দোকানের পাশে একটি বাড়িতে ছিল লোকেশ। তারপর রাত ১১টা নাগাদ সে দোকানে হামলা চালায়।

B ডাকাতির পর দোকানের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।

যদিও এতকিছুর পরেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার সকালে লোকেশকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে বিলাসপুর পুলিশের হেফাজতে রয়েছে সে।

Next Article