AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Mahipalpur Blast Sound: লালকেল্লার বিস্ফোরণের পর এবার র‌্যাডিসন হোটেলের সামনে বিস্ফোরণের শব্দ! ছুটল পুলিশ

Delhi News: সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ দমকলের কাছে খবর যায়। পুলিশও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তিন দিন আগেই দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়, যাতে প্রাণ হারান কমপক্ষে ১২ জন।

Delhi Mahipalpur Blast Sound: লালকেল্লার বিস্ফোরণের পর এবার র‌্যাডিসন হোটেলের সামনে বিস্ফোরণের শব্দ! ছুটল পুলিশ
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Nov 13, 2025 | 10:48 AM
Share

নয়া দিল্লি: ফের দিল্লিতে বিস্ফোরণ। আজ, বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুরে একটা জোরাল বিস্ফোরণ হয়। র‌্যাডিসন হোটেলের কাছে এই বিস্ফোরণ হয়েছে বলে খবর। সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ দমকলের কাছে খবর যায়। পুলিশও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তিন দিন আগেই দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়, যাতে প্রাণ হারান কমপক্ষে ১২ জন। তারপরে এই বিস্ফোরণের খবরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য় ছড়ায়।

পরে জানা যায়, এক ব্য়ক্তি গুরুগ্রাম যাচ্ছিলেন। যাওয়ার পথে র‌্যাডিসন হোটেলের সামনে জোরাল বিস্ফোরণের শব্দ শোনেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ও দমকল ঘটনাস্থলে গিয়ে কোনও বিস্ফোরণের চিহ্ন পায়নি।

পরে খোঁজ-খবর নিয়ে পুলিশ জানতে পারে যে একটি বাসের টায়ার ফেটে বিস্ফোরণ হয়েছে। হোটেলের সিকিউরিটি গার্ডও জানান যে ধৌলা কুয়ার দিকে যাচ্ছিল ডিটিসি বাস। সেই বাসের পিছনের দিকে  একটি টায়ার ফেটে যায়। সেই শব্দ থেকেই আতঙ্ক ছড়ায়।

চলতি সপ্তাহের সোমবার দিল্লির লালকেল্লার কাছে নাশকতামূলক হামলা হয়। সাদা রঙের একটি আই-২০ গাড়িতে বিস্ফোরণ হয়। পরপর গাড়িতে বিস্ফোরণ হতে থাকে। ছিন্নভিন্ন হয়ে যান কমপক্ষে ১২ জন। আহত আরও অনেকে। এই হামলার পিছনে সন্ত্রাস যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই গাড়িতে ছিলেন ডঃ উমর নবি। এই বিস্ফোরক মজুত ছিল আরেক চিকিৎসক মুজাম্মিলের ভাড়া নেওয়া বাড়িতে। গোটা চক্রের মাথা ছিলেন মহিলা চিকিৎসক শাহিন শাহিদ। এরা সকলেই আল-ফালাহ মেডিক্যাল কলেজে কর্তব্যরত ছিলেন।