নয়া দিল্লি: মহা ফাঁপরে পড়েছেন কেজরীবাল। একদিকে বারংবার ইডির হাজিরা এড়ানোয় আদালতে তলব, অন্যদিকে তাঁর দাবি, বিজেপি নাকি আপের বিধায়কদের কিনে নিতে চাইছেন! আপাতত একটা ঝামেলার নিষ্পত্তি করলেন দিল্লির মুখ্য়মন্ত্রী। আজ, শনিবার রাউস অ্য়াভিনিউ আদালতে হাজিরা দিলেন অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। তবে সশরীরে নয়, ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিয়েছেন তিনি। আজই আবার দিল্লি বিধানসভায় আস্থাভোটও (Trust Vote) রয়েছে। নিজেই আস্থাভোটের ডাক দিয়েছেন তিনি।
দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই বারংবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করেছে ইডি। কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন কেজরীবাল। বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয় ইডি। আদালতের তরফে অরবিন্দ কেজরীবালকে হাজিরা কেন এড়াচ্ছেন, তার জবাবদিহি করার জন্য আজ, ১৭ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছিল। এ দিন ভার্চুয়াল মাধ্যমে রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন আদালতে সশরীরে হাজিরা দেবেন কেজরীবাল, এমনটাই তিনি জানিয়েছেন। আজ আস্থা ভোট থাকার কারণে তিনি সশরীরে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন।
এদিকে, আজই দিল্লি বিধানসভায় আস্থাভোট রয়েছে। শুক্রবারই হঠাৎ এই আস্থাভোটের ঘোষণা করেন কেজরীবাল। আপ সূত্রে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের আগে বিজেপি দিল্লি সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিধায়কদের কিনে ফেলার চেষ্টা করছে বিজেপি। ৭ জন বিধায়ককে ২৫ কোটি টাকা করে টোপ দিয়েছে বিজেপি। সেই পরিকল্পনা বানচাল করতেই এবং সরকারের স্থায়িত্ব আগামী ৬ মাসের জন্য নিশ্চিত করতেই এই আস্থাভোটের ডাক দিয়েছেন কেজরীবাল।
প্রসঙ্গত, আগামী সোমবার, ১৯ ফেব্রুয়ারি ইডি ফের আবগারি নীতি দুর্নীতি মামলায় হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আদালতে হাজিরার পর এবার ইডির কাছে হাজিরা দেবেন কি না কেজরীবাল, তাই-ই এখন দেখার।