Arvind Kejriwal: ‘মহিলাদের হেনস্থা করেন যারা, তাঁদের ফাঁসি হওয়া উচিত’, কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন কেজরীবালও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 30, 2023 | 7:47 AM

Wrestlers Protest: কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগে কেজরীবাল দাবি করেন, ডব্লুএফআই-র প্রধান ব্রীজভূষণ সিংকে আড়াল করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, "এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের সুপ্রিম কোর্টে যেতে হল পুলিশে একটা এফআইআর দায়ের করার জন্য।"

Arvind Kejriwal: মহিলাদের হেনস্থা করেন যারা, তাঁদের ফাঁসি হওয়া উচিত, কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন কেজরীবালও
কুস্তিগীরদের সঙ্গে অরবিন্দ কেজরীবাল। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: প্রশিক্ষণের নামে মহিলা কুস্তিগীরদের হতে হচ্ছে যৌন হেনস্থার শিকার। রেসলিং ফেডেরেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বিক্ষোভে পথে নেমেছেন কুস্তিগীররা। বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য পদকজয়ী কুস্তিগীররাও। তাঁরাই সুবিচারের দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশেই এফআইআর দায়ের করা হয়েছে ব্রীজভূষণের বিরুদ্ধে। শনিবার সকালেই আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেত্রী ব্রীজভূষণ সরণ সিং। এবার কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। রবিবার তিনি দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান এবং সেখানে কুস্তিগীরদের প্রতি নিজের সমর্থন জানান। তিনি বলেন, “যারা মহিলাদের হেনস্থা করেন, তাদের ফাঁসির সাজা দেওয়া উচিত।”

বিজেপি সাংসদ তথা রেসলিং ফেডেরেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, তার তীব্র নিন্দা করেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি বলেন, “যে কুস্তিগীররা আমাদের দেশকে গর্বিত করেছেন, তাঁরা বিগত এক সপ্তাহ ধরে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অপমান করা হয়েছে। যে বা যারা মহিলাদের সম্মান করেন না, তাদের হেনস্থা করেন, তাঁদের ফাঁসির সাজা হওয়া উচিত।”

কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগে কেজরীবাল দাবি করেন, ডব্লুএফআই-র প্রধান ব্রীজভূষণ সিংকে আড়াল করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের সুপ্রিম কোর্টে যেতে হল পুলিশে একটা এফআইআর দায়ের করার জন্য। আন্না হাজারে এখানে এসেছিলেন এবং তারপরে তিনি রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। এই আন্দোলনও ক্রীড়া জগতে সেই পরিবর্তন আনবে। যারা ভারতকে সত্য়ি ভালবাসেন, তারা একদিনের জন্য কাজ থেকে ছুটি নিন এবং এই আন্দোলনে যোগ দিন।”

উল্লেখ্য়, গত জানুয়ারি মাসেই রেসলিং ফেডেরেশনের প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বজরং পুনিয়া, বীনেশ ফোগট, সাক্ষী মালিকের মতো কুস্তিগীররা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল ব্রীজভূষণের বিরুদ্ধে তদন্ত করার জন্য। সম্প্রতিই সেই কমিটি কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেয়। রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই ফের একবার সুবিচারের দাবিতে আন্দোলন শুরু করেছেন কুস্তিগীররা। দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টেরও। শীর্ষ আদালতের নির্দেশেই শুক্রবার দিল্লি পুলিশ সাত মহিলা কুস্তিগীরের বয়ানের ভিত্তিতে ব্রীজভূষণের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করে। এরমধ্যে একটিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ আনায় পকসো আইনে মামলা দায়ের হয়েছে।

Next Article